কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ, ২০১৯

331
0
Current Affairs 2 march 2019

আন্তর্জাতিক

  • ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাম নিষিদ্ধ জঙ্গিদের কালো তালিকায় তোলা হয়েছে বলে জানাল রাষ্ট্রসঙ্ঘ। ২৯ বছরের হামজা আল কায়দার পরবর্তী শীর্ষ নেতা হতে পারেন বলে মনে করা হচ্ছে।
  • পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য পাঠাতে পাক সংসদে প্রস্তাব দিলেন।
  • ভারতের সামরিক ঘাঁটি লক্ষ করে এফ ১৬ যুদ্ধ বিমানের অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের কাছে রিপোর্ট চাইল মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতীয়

  • খুনের আসামি ধ্যানেশ্বর সুরেশ বরকারের মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। সে অবশ্য ইতিমধ্যে ১৮ বছর কারাগারে কাটিয়ে ফেলেছে। তার লেখা একটি কবিতায় তার তীব্র অনুশোচনা প্রকাশ পেয়েছে। তিন বিচারপতির বেঞ্চ তা পাঠ করে অনুধাবন করেন যে, তার মধ্যে পরিবর্তন এসেছে।
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় পাক সেনার গোলাবর্ষণে এক ভারতীয় মহিলা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হল।

বিবিধ

  • একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে হাতে-হাত মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিল ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এদিন দিল্লিতে এই বিষয়ে একটি বৈঠক হল।
  • চিলির ইস্টার আইল্যান্ডের দৈত্যাকৃতি ও প্রাচীন ‘মোয়াই’ মূর্তিগুলি পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই মূর্তিগুলির সংরক্ষণ করা না হলে এক শতকের মধ্যে তা আয়তাকার পাথরে পরিণত হবে বলে জানানো হল।

 খেলা

  • অবিশ্বাস্য কীর্তি স্থাপন করলেন রজার ফেডেরার। টেনিসে সিনিয়র স্তরে সিঙ্গলসে ১০০তম খেতাব জয়ের নজির গড়লেন তিনি। এদিন দুবাই এটিপি খেতাব জিতলেন তিনি। ফাইনালে ফেডেরার হারালেন স্তেফানোস সিসিপাসকে (৬-৪,৬-৪)। তিনি প্রথম খেতাব জিতেছিলেন ২০০১ সালে। জিমি কোনর্স ছাড়া এই নজির অন্য কারও নেই।
  • হায়দরাবাদে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে জয়ী হল। ৪৬ রানে ২ উইকেট নিয়ে এবং ৮৭ বলে ৮২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন কেদার যাদব।
  • হ্যামিলটনে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রান তুলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল। এটি টেস্টে তাদের সর্বোচ্চ রান। দ্বিশতরান (অপরাজিত ২০০) করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।