পিএসসির মাধ্যমে রাজ্যে মহিলা সুপারভাইজার ২৯৫৪

1201
0
ICDS Job, WB Jobs, PSC, PSC Jobs

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পের জন্য মহিলা সুপারভাইজার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 08/2019

শূন্যপদ ২৯৫৪ টি পদ (অসংরক্ষিত ১৪৭৫, এসসি ৬৫০, এসটি ১৭৮, ওবিসি-এ ২৯৬, ওবিসি-বি ২০৭, পিএইচ ৮৯ (ভিএইচ ৩০, এআইচআই ৩০, ওএইচ ২৯) এন্ড মেরিটোরিয়াস স্পোটসপার্সন ৫৯)

শিক্ষাগত যোগ্যতা

১) শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

৩) বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।  (নেপালি ভাষাভাষীদের জন্য এটা প্রযোজ্য নয় )

বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সের উর্দ্ধসীমা ৩৯। অর্থাৎ ২ জানুয়ারি, ১৯৮০-এর আগে জন্মালে গ্রহণযোগ্য হবে না। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে।

আবেদন – অনলাইনে আবেদন গ্রহণ শুরু করা হবে আগামী ১৪ মার্চ থেকে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল, ২০১৯। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল, ২০১৯। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল, ২০১৯, তবে চালান প্রিন্ট করে নিতে হবে ১৬ তারিখের মধ্যে। যারা আগে “ONE TIME ENROLLMENT” করেননি, তাদের নতুন করে রেজিস্ট্রেশান করতে হবে। যাদের করা যাচ্ছে তারা নিজস্ব ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আবেদন করা যাবে।

আবেদন ফি জেনারেল শ্রেণীর প্রার্থীদের জন্য ১৬০ টাকা + ৫ % অনলাইন সার্ভিস চার্জ/ ২০ টাকা অফলাইন ব্যাঙ্কিং চার্জ। এসসি, এসটি ও পিডব্লিউডি  প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

বেতনক্রম পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০ – ৩৭,৬০০ /- + গ্রেড পে ৩৬০০

পরীক্ষা পদ্ধতি

তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে।  ১) প্রিলিমিনারি পরীক্ষা, ২) লিখিত পরীক্ষা, ৩) মৌখিক পরীক্ষা

প্রিলিমিনারি – ১০০ নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন।

লিখিত পরীক্ষা – ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা

ভাইভা টেস্ট – ৫০ নম্বর

অনলাইন আবেদন ওয়েবসাইট – https://www.pscwbonline.gov.in/apps/home/

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক – https://www.pscwbonline.gov.in/docs/2693848

 

ICDS Job, WB Jobs, PSC, PSC Jobs