পিএসসির মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার ধরনধারণ ও সিলেবাস

643
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য পরিবহণ দপ্তরে মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেকনিক্যাল) নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দুই ধাপে। প্রথম ধাপে পার্ট-ওয়ানে ২০০ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের লিখিত পরীক্ষা, প্রশ্ন ১০০টি (সায়েন্স ও হিউম্যানিটিজ বিষয় সহ জেনারেল স্টাডিজের ৭৫ প্রশ্ন এবং রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক মানের পাটিগণিতের ২৫ প্রশ্ন)। প্রতি প্রশ্নে ২ নম্বর। সময় দেড়ঘণ্টা।

পার্ট-ওয়ানে সফল হলে ডাকা হবে ৫০ নম্বরের পার্ট-টু অর্থাৎ পার্সোন্যালিটি টেস্টের জন্য।

চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে পার্ট-ওয়ান ও পার্ট-টুতে পাওয়া নম্বরের যোগফলের ভিত্তিতে।

সিলেবাস দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2695264