ইউনিয়ন ব্যাঙ্কে ১৮১ স্পেশ্যালিস্ট অফিসার

580
0

ইউনিয়ন ব্যাঙ্কে ফায়ার অপারেটর, ইকোনমিস্ট, সিকিউরিটি অফিসার, ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার, ক্রেডিট অফিসার ও ফোরেক্স অফিসার পদে ১৮১ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ০১: ফায়ার অফিসার (গ্রেড/ স্কেল থ্রি): ১। পোস্ট কোড ০২: ইকোনমিস্ট (স্কেল/ গ্রেড থ্রি): ৬। পোস্ট কোড ০৩: সিকিউরিটি অফিসার (স্কেল/ গ্রেড টু): ১৯। পোস্ট কোড ০৪: ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার (স্কেল/ গ্রেড ওয়ান): ১৫। পোস্ট কোড ০৫: ক্রেডিট অফিসার (স্কেল/ গ্রেড ওয়ান): ১২২। পোস্ট কোড ০৬: ফোরেক্স অফিসার (স্কেল/ গ্রেড ওয়ান): ১৮।

পদের নাম, যোগ্যতা, বয়স ও মূল বেতনক্রম: ফায়ার অফিসার (এমএমজিএস থ্রি): বিই (ফায়ার ইঞ্জিনিয়ারিং) সঙ্গে কেন্দ্র/ রাজ্য সরকারের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি/ ফায়ার সার্ভিসে অন্তত দশ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। বেতনক্রম ৪২০২০-৫১৪৯০ টাকা।

ইকোনমিস্ট (এমএজিএস থ্রি): ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে কথাবার্তায় দক্ষতা ও লেখার জোর থাকতে হবে। ইকোনোমেট্রিক প্যাকেজে/ ডেটা সোর্সিং টুল যেমন রয়েটার্স, কগনেসিসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়স হতে হবে ২৪-৩৫ বছরের মধ্যে। বেতনক্রম ৪২০২০-৫১৪৯০ টাকা।

সিকিউরিটি অফিসার (এমএমজিএস টু): যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ইন্ডিয়ান আর্মি/ নেভি/ এয়ারফোর্সে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৬-৪০ বছরের মধ্যে। বেতনক্রম ৩১৭০৫-৪৫৯৫০ টাকা।

ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার (জেএমজিএস ওয়ান): যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং ফিনান্স/ অ্যাকাউন্টিং/ আন্ত্রর্জাতিক বাণিজ্য/ ট্রেড ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ  ম্যানজেমেন্টে এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। বয়সসীমা ২৩-৩২। বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা।

ক্রেডিট অফিসার (জেএমজিএস ওয়ান): যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পিজিপিএম/ পিজিডিএম। বয়স ২৩-৩২ বছরের মধ্যে। বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা।

ফোরেক্স অফিসার (জেএমজিএস ওয়ান): যে-কোনো শাখায় স্নাতক এবং ফিনান্স/ ইন্টারন্যাশনাল বিজনেস/ ট্রেড ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পিজিপিএম/ পিজিডিএম। বয়স ২৩-৩২ বছরে মধ্যে। বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা।

সবক্ষেত্রেই বয়স ১ মার্চ ২০১৯ তারিখের হিসাবে ধরতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৯ মার্চ ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা/ গ্রুপ ডিসকাশন এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে রিজনিং (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), প্রফেশনাল নলেজ পদ সম্পর্কিত (৫০টি প্রশ্ন, ১০০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর)। মোট ২০০ টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, ২০০ নম্বর। নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষাকেন্দ্র: কলকাতা, দিল্লি এনসিআর, চণ্ডীগড়, লক্ষ্ণৌ, পাটনা, ভুবনেশ্বর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ভোপাল, মুম্বই/ নভি মুম্বই/ গ্রেটার মুম্বই/ থানে, আমেদাবাদ।

আবেদনের ফি: ৬০০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দিতে হবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.unionbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে। ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে। ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ মার্চ ২০১৯ রাত ১২টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।