কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ, ২০১৯

431
0

আন্তর্জাতিক

  • ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতিতে বেহাল হয়ে পড়ল মোজাম্বিক। গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইডাই আছড়ে পড়েছিল আফ্রিকা মহাদেশের এই দেশটিতেও। ঘণ্টায় ১৭০ কিমি বেগে ঝড়ের দাপটে বন্দর শহর বেইরায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। বন্যা দেখা দিয়েছে বুজি, পাংশি ও জাম্বেজি নদীতে। ইডাই ঘূর্ণিঝড়ে প্রতিবেশী জিম্বাবোয়ে ও মালাউইয়ে যথাক্রমে ২৫০ ও ৫৬ জনের প্রাণহানি হয়েছে।
  • সিরিয়ার বাঘুজ এলাকা আইএস জঙ্গিদের কবল থেকে পুরোপুরি মুক্ত হল। এটি ছিল সিরিয়ায় ওই জঙ্গি গোষ্ঠীর সর্বশেষ ঘাঁটি। এখন সেই এলাকার দখল নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।

 

জাতীয়

  • ভাইস অ্যাডমিরাল করমবীর সিং ভারতের পরবর্তী নৌসেনা প্রধান হবেন বলে জানানো হল। অ্যাডমিরাল সুনীল শানবা অবসর নেওয়ার পর তিনি ওই পদে বসবেন। এই প্রথম নৌবাহিনীর কোনো পাইলট নৌসেনা প্রধান হচ্ছেন।
  • দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ।

 

বিবিধ

  • আগামী ৩ মাসের মধ্যে দেশের ১৪টি বন্দরকে রেডিয়েশন মনিটর এবং কন্টেনার স্ক্যানার যন্ত্র বসানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিল কেন্দ্র।
  • দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জার সাহায্যে গ্রহণ করা হল ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতসন্ত্রাসে নিহতদের। বিশেষ স্বীকৃতি জানানো হল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের ভূমিকার।

 

খেলা

  • হকিতে এশিয়ান গেমসে সোনা জয়ী জাপানকে ২-০ গোলে হারাল ভারত। মনপ্রীত সিংয়ের নেতৃত্বে সুলতান আজলান শাহ কাপ হকি প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারত জয় পেল। মালয়েশিয়ার ইপোতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল।
  • শুরু হল দ্বাদশ আইপিএল উদ্বোধনী ম্যাচ। চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এদিনই আইপিএলে ৫০০০ রান পূর্ণ করলেন সুরেশ রায়না। ১৭৭ ম্যাচে তিনি এই নজির গড়লেন। ১টি শতরান, ৩৫টি অর্ধ শতরান সহ তাঁর সংগ্রহ ৫০০০ রান। প্রসঙ্গত, এই প্রথম কেউ আইপিএলে এত রান করলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৪৯৫০)। উল্লেখ্য, এবারে উদ্বোধনী অনুষ্ঠানের উৎসব বাতিল করা হয়েছে পুলওয়ামা শহিদদের স্মরণে।
  • পাকিস্তানকে এক দিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারাল।