কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ এপ্রিল, ২০১৯

624
0

আন্তর্জাতিক

  • কলকাতা থেকে ঢাকাগামী এক্সপ্রেসের ধাক্কায় বাংলাদেশের সিরাজগঞ্জে ৩ জনের মৃত্যু হল। সিরাজগঞ্জে একটি প্রহরাবিহীন ক্রসিংয়ে একটি গাড়ির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। মৃত ৩ জনই গাড়িটির যাত্রী ছিলেন।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৃতীয়বার বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। প্রসঙ্গত, ভিয়েতনামে দুজনের সর্বশেষ বৈঠকটি মাঝপথে ভেস্তে গিয়েছিল।
  • সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান কাজের কাজ কিছুই করেনি বলে ওয়াশিংটনে দাবি করলেন প্রাক্তন পাক কূটনীতিক হুসেন হাক্কানি।
  • পদচ্যুত হলেন সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশির। গত ৩০ বছর তিনিই একনায়ক ছিলেন সুদানে।

জাতীয়

  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষ পূর্ণ হল। ১৯১৯ সালের ১৩ এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। এদিন শহিদ স্মৃতিতে পুষ্পস্তবক রেখে ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করলেন ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডোমিনিক অ্যাসক্যুইথ।
  • ফরাসি সংবাদপত্র ল্যো মঁদ-এর প্রতিবেদনে দাবি করা হল, অনিল আম্বানির একটি সংস্থার ২৬ লক্ষ ডলার কর মকুব করেছে ফরাসি সরকার। এই সংস্থার নাম ‘রিলায়েন্স অ্যাটলান্টিক ফ্যাগ ফ্রান্স’। সংস্থার দাবি, প্রথমে বেশি কর দাবি করেছিল ফরাসি সরকার। যা পরে আইনি পথে নিষ্পত্তি হয়েছে।

বিবিধ

  • অভিনয় করতে-করতে মঞ্চেই মৃত্যু হল ব্রিটিশ কমেডি শিল্পী ইয়ান কগনিটোর। অক্সফোর্ডের কাছে বিস্টার শহরে অ্যাটিক বার তাঁর মৃত্যু যন্ত্রণাকেও অভিনয়ের অংশ ভেবেছিলেন দর্শকরা।
  • ভিয়েতনামের সব থেকে ধনী ব্যক্তি ফাম হাত ভু-র ভাইয়ের বিরুদ্ধে সরকারি কর্মীদের ঘুষ দেওয়ার অভিযোগ আনল পুলিশ।

খেলা

  • সুপার কাপে চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারাল চেন্নাইয়ান এফসিকে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এফ সি গোয়া এবার আইএসএলে রানার্স হয়েছিল
  • সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। বিশ্বের ৩ নম্বর, জাপানের নোজোমি ওকুহারার কাছে পরাস্ত হলেন তিনি।