কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মে , ২০১৯

399
0
Current Affairs 9 May 2019

আন্তর্জাতিক

  • ইয়েমেনের রাজধানী সানায় বিমান হানা চালাল সৌদি আরব। লক্ষ্য ছিল হুথি জঙ্গিরা। এই হামলায় ৪ শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে। হুথি জঙ্গিরা সৌদির পাইপ লাইনে ড্রোন হামলা চালিয়েছিল। তারপরেই সানায় অভিযান চালানো হয়।
  • ২০১৪ সালে পাকিস্তানে এক খ্রিস্টান দম্পতিকে ইট ভাটায় পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। তবে অভিযুক্ত একজন ধর্মগুরুকে রেহাই দেওয়া হয়েছে।
  • নিউ ইয়র্কের হাডসন নদীতে জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

জাতীয়

  • বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশের সময় বিএসএফ-এর হাতে ধরা পড়লেন ১০ জন রোহিঙ্গা শরণার্থী।
  • জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৩ কট্টর জঙ্গির।
  • কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মৃত্যু হল দুই অভিযাত্রী বিপ্লব বৈদ্য (৪৮) ও কুন্তল কাঁড়ারের (৪৬)। তাঁরা একদিন আগেই এভারেস্ট জয় করেছিলেন।

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিকম ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হল। এর ফলে যে সব সংস্থা তাদের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তাদের তৈরি সরঞ্জাম ব্যবহার করতে পারবে না মার্কিন সংস্থাগুলি। সব থেকে ক্ষতির মুখে পড়বে চিনা টেলিকম সংস্থা হুয়েই।
  • ২০১৮ সালে চিনে ভারতের রপ্তানি বেড়েছে ৩১.৪ শতাংশ। চিন-মার্কিন বণিজ্য যুদ্ধে ভারতের রপ্তানি বাণিজ্যের পালে বাতাস লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

খেলা

  • ২০২৩ সালের এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা চিনে আয়োজিত হবে বলে এদিন চূড়ান্ত হল।
  • কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল লাজিয়ো। তারা এই নিয়ে ৭ বার এই খেতাব জিতল। পরের মরসুমে তারা ইউরোপা লিগেও খেলার ছাড়পত্র পেল।
  • কিংস কাপের জন্য ভারতীয় ফুটবলারদের ৩৭ জনের তালিকা প্রকাশ করলেন নতুন কোচ ইগর স্তিমাচ। এঁদের মধ্যে ৪ জন বঙ্গ সন্তান— প্রীতম কোটাল, নারায়ণ দাস, শুভাশিস বসু ও প্রণয় হাজরা।