কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে, ২০১৯

759
0
daily current affairs

আন্তর্জাতিক

  • গত অক্টোবর মাসে লায়ন এয়ার এবং গত মার্চ মাসে ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার পর নড়ে-চড়ে বসেছিল বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং।এদিন তারা স্বীকার করল যে বিমানে ৭৩৭ ম্যাক্স-এর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হত সেই বিমানটির সিমুলেটর সফ্টওয়্যারেই গণ্ডগোল ছিল।
  • শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সমাপ্তি তথা এলটিটিই-র বিদ্রোহ দমনের দশম বার্ষিকী পালিত হল।
  • ফ্যাশন ডিজাইনার সংযুক্তা দত্তর হাত ধরে কান ফেস্টিভ্যালে পা রাখল অসম সিল্ক। ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েক জন মডেল অভিনেত্রী অসম সিল্কে তৈরি পোশাকে লাল কার্পেটে হাঁটলেন।

জাতীয়

  • দেশে সাধারণ নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় ৫৯টি লোকসভা আসনে গড়ে ৬৩.২ শতাংশ ভোট পড়ল। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার তাশিগঞ্জ ভোট গ্রহণ কেন্দ্রটি চিল বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র (১৫,২৫৬ ফুট)। মান্ডি লোকসভার এই কেন্দ্রে ভোটার ছিলেন ৪৯ জন। সকাল ৯টার মধ্যে সেখানে ৫৩ শতাংশ ভোট পড়ে যা একটি রেকর্ড। কল্পায় ভোট দিলেন ১০২ বছর বয়সী শ্যামচরণ নেগি। ১৯৫১ সাল থেকে সমস্ত সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। তাঁকে দেশের প্রথম ভোটার বলে অভিহিত করা হয়েছে।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে চিনের সঙ্গে বাণিজ্যে ভারতের ঘাটতি কমে ৫০২০ কোটি ডলার হল বলে জানানো হল। পূর্বতন অর্থবর্ষে তা ছিল ৬৩০০ কোটি ডলার। আসিয়ান গোষ্ঠীভুক্ত ১২টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে ভারতের।

খেলা

  • রোম মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। রোমে এটি তাঁর নবম খেতাব। ফাইনালে এদিন তিনি হারালেন নোভাক জোকোভিচকে (৬-০, ৪-৬, ৬-১)। দুজনের মধ্যে ৫৪তম সাক্ষাতে নাদাল ২৬ ও জোকোভিচ ২৮ বার জিতেছেন। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ব্যারিলোলিনা প্রিস্কোভা।
  • ইউরোপে মেয়েদের ফুটবলের চ্যাম্পিয়ন হল অলিম্পিক লিও। এই নিয়ে পর-পর ৪ বার তারা এই খেতাব জিতল।
  • সিরিএ-তে শ্রেষ্ঠ ফুটবলারের সম্মান জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • ফরাসি লিগ ওয়ার্ন চ্যাম্পিয়ন হল প্যারিস সঁ জঁ।
  • লা লিগায় এ মরসুমে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ সংখ্যক গোল করলেন লিওনেল মেসি (৩৬টি)। ফলে তিনি এবারও পাচ্ছেন পিচিচি ট্রফি। তিনি এই নিয়ে ৬ বার পাচ্ছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
  • বেঙ্গালুরুতে বিশ্ব ১০ কিমি দৌড়ে চ্যাম্পিয়ন হলেন ইথিওপিয়ার আন্দামলাক বেলিহু।