ডিআরডিওতে ৩৫১ টেকনিশিয়ান

1468
0
NLC Apprentice Recruitment 2024

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্টে ৩৫১ জন টেকনিশিয়ান ‘এ’ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CEPTAM-09/TECH “A”. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ০২০১: অটোমোবাইল: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ০২০২: বুক বাইন্ডার: ১১ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ০২০৩: কার্পেন্টার: ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ২)। পোস্ট কোড ০২০৪: সিওপিএ: ৫৫ (অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৫, ইডব্লুএস ৮)। এইসবের মধ্যে ৪টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি এমএসপি-র জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২০৫: ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ৩)। পোস্ট কোড ০২০৬: ডিটিপি অপারেটর: ২ (তপশিলি জাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ০২০৭: ইলেক্ট্রিশিয়ান: ৪৯ (অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৯, ইডব্লুএস ৩)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২০৮: ইলেক্ট্রনিক্স: ৩৭ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৯, ইডব্লুএস ৫)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২০৯: ফিটার: ৫৯ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১২, ইডব্লুএস ৭)। এইসবের মধ্যে ৬টি প্রাক্তন সেনাকর্মী ও এমএসপি-র জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২১০: মেশিনিস্ট: ৪৪ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১২, ইডব্লুএস ৫)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২১১: মেকানিক (ডিজেল): ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ৩)। পোস্ট কোড ০২১২: মেডিকেল ল্যাব টেকনোলজি: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ০২১৩: মোটর মেকানিক: ২ (অসংরক্ষিত)। পোস্ট কোড ০২১৪: পেইন্টার: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ০২১৫: ফোটোগ্রাফার: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ২)। পোস্ট কোড ০২১৬: শিট মেটাল ওয়ার্কার: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ২)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২১৭: টার্নার: ২৪ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০২১৮: ওয়েল্ডার: ১৪ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপডাতি ২, ওবিসি ৪, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ জুন ২০১৯-এর মধ্যে। প্রসঙ্গত, ইলেক্ট্রিশিয়ানের ক্ষেত্রে সমতুল ট্রেডগুলি হল ইলেক্ট্রিশিয়ান/ ওয়ারম্যান/ ইলেক্ট্রিক্যাল ফিটার ট্রেড। ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক মেকানিক/ রেডিও অ্যান্ড টিভি মেকানিক/ র‍্যাডার মেকানিক/ আইটি অ্যান্ড ইলেক্ট্রনিক সিস্টেম মেন্টেন্যান্স/ মেন্টেন্যান্স অব ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ট্রেড।

বয়সসীমা: ২৬ জুন ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: প্রতি মাসে ২৮০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে টিয়ার ওয়ান ও টিয়ার টু।

টিয়ার ওয়ান পরীক্ষার কেন্দ্র: ১) আগ্রা, ২) আমেদাবাদ, ৩) ঔরঙ্গাবাদ, ৪) বালেশ্বর, ৫) বেঙ্গালুরু, ৬) ভোপাল, ৭) ভুবনেশ্বর, ৮) চণ্ডীগড়, ৯) কোয়েম্বাটোর, ১১) দেরাদুন, ১২) দিল্লি এনসিআর, ১৩) গোরক্ষপুর, ১৪) গুয়াহাটি, ১৫) গোয়ালিয়র, ১৬) হায়দরাবাদ, ১৭) ইম্ফল, ১৮) ইটানগর, ১৯) জব্বলপুর, ২০) জয়পুর, ২১) জম্মু, ২২) যোধপুর, ২৩) কানপুর, ২৪) কোচি, ২৫) কোলাপুর, ২৬) কলকাতা, ২৭) লক্ষ্ণৌ, ২৮) মুম্বই, ২৯) মহীশূর, ৩০) নাগপুর, ৩১) নাসিক, ৩২) পানাজি, ৩৩) পাটনা, ৩৪) পোর্ট ব্লেয়ার, ৩৫) প্রয়াগরাজ, ৩৬) পুণে, ৩৭) রায়পুর, ৩৮) রাঁচি, ৩৯) শিলিগুড়ি, ৪০) তিরুবনন্তপুরম, ১) বারাণসী, ৪২) বিজয়ওয়াড়া, ৪৩) বিশাখাপত্তনম।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.drdo.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে, এছাড়া সরাসরি https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে, ৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বিকাল ৫টা পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদন করার সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।