কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে, ২০১৯

642
0
Current Affairs 21 May 2019

আন্তর্জাতিক

  • প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়লাভ করলেন দেবশর্মা। সিডনির ওয়েস্টওয়ার্থিন কেন্দ্র থেকে লিবারাল পার্টির হয়ে জয়লাভ করলেন তিনি।
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার জন্য দাবি জানালেন ভারতে কর্মরত জার্মানির রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার।

জাতীয়

  • অরুণাচল প্রদেশে নাগা জঙ্গিদের সশস্ত্র হামলায় ১১ জন জিঙ্গর মৃত্যু হল।এনসিপি বিধায়ক টিরং আবো ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।নাগা জঙ্গিদের একটি শাখা এনএসসিএন(আই এম) এই কাণ্ড করেছে বলে পুলিশ সন্দেহ করছে। প্রসঙ্গত অরুণাচলে লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে সম্পন্ন হচ্ছে।ভোটের দিন ঘোষণা থেকেই নাশকতা শুরু হয়েছিল।
  • দূরদর্শন আমুল বদল আনছে।বদলে যাবে লোগোও।এ জন্য যুব সমাজের কাছে লোগো তৈরির প্রতিযোগিতার বার্তা দেওয়া হয়েছিল।দশ হাজারেরও বেশি লোগো থেকে পাঁচটি বেছে নেওয়া হয়েছে বলে জানাল প্রসার ভারতী। প্রকাশিত হল সেগুলি।
  • মাধ্যমিক পরীক্ষায় পাশের হার হল ৮৬.০৭ শতাংশ। মোট ৭০০ নম্বরের মধ্যে রেকর্ড ৬৯৪ পেয়ে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস।

বিবিধ

  • দেশের বৃহত্তম সংস্থায় পরিমত হল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।এতদিন এই স্থানে ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরশেনন।গত অর্থবর্ষে আয়ের ভিত্তিতে এই পরিবর্তন হল।ওই সময়ে আর আই এবং আই ও সি–এর ব্যবসা ছিল যথাক্রমে ৬.২৩ লক্ষ কোটি এবং ৬.১৭ লক্ষ কোটি টাকা।
  • চলতি অর্থবর্ষে বিশ্বের বৃদ্ধির হার ৩.২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
  • প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক-অনুবাদক অদ্রীশ বর্ধন (৮৬) বাংলায় কল্পবিজ্ঞান রচনা ও অনুবাদে নতুন যুগ এনেছিলেন তিনি।

খেলা

  • সুদিরমান কাপ টেনিসের প্রথম ম্যাচে ভারত ২-৩ ব্যবধানে হেরে গেল মালয়েশিয়ার কাছে।
  • প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ান নিকি সোডা (৭০) প্রয়াত হলেন। ১৯৭৫-৭৭, পর পর ৩ বার তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন। শেষবার বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন ১৯৮৪ সালে।
  • নতুন বিশ্বরেকর্ড করলেন নেপালের কামি রিটা শেরপা। তিনি ২৪ বার এভারেস্ট শৃঙ্গে উঠলেন। তিনি মাত্র ৭ দিন আগে এভারেস্টে পৌঁছনোর (২৩তম বার) রেকর্ড করেছিলেন।