কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে, ২০১৯

716
0
Current Affairs 7 April 2019

আন্তর্জাতিক

  • ব্রেক্সিট গণভোটের রায় রূপায়ণে ব্যর্থতার দায় স্বীকার করে পুনরায় পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। ৭ জুন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়বেন বলে জানালেন ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী।এখনও ইস্তফা দেননি তিনি।তাঁর পদত্যাগের পর ব্রেক্সিট নিয়ে অবস্থান বদল করছে না ইউরোপীয় ইউনিয়ন।
  • এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেয়েছে তাইওয়ানে। সেখানে এই ধারায় প্রথম বিবাহ করলেন মার্ক ইউয়ান ও শেন লিন।

জাতীয়

  • গুজরাটের সুরাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২০ জন স্কুল পড়ুয়ার। তক্ষশীলা কমপ্লেক্সের একটি বহুতলে কোচিং ক্লাস চলছিল। শ্বাসকষ্টে এবং আতঙ্কে চতুর্থ তল থেকে ঝাঁপ দেওয়ার কারণেই মৃত্যুগুলি ঘটেছে।
  • সন্ত্রাসবাদী সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 বিবিধ

  • ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করেছে বলে জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হর্যবর্ধন প্রিংলা।
  • দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান থেকে গাইডেড বোমা নিক্ষেপের পরীক্ষা সফল হল পোখরান। সুখোই যুদ্ধবিমান থেকে ৫০০ কেজি ক্লাস গাইডেড বোমা নিক্ষেপের পরীক্ষাটি চালিয়েছিল ডিআরডিও।

খেলা

  • ইন্ডিয়ান ওপেন বক্সিংয়ে ১৮টির মধ্যে ১২টি সোনার পদক পেল ভারত। গুয়াহাটিতে এই প্রতিযোগিতার আসর বসেছিল।মহিলাদের ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন মেরি কম। ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন সরিতা দেবী।পুরুষদের ৫২ কেজি বিভাগে অমিত পাঙ্গাল সোনা জিতলেন।গত বছর ভারত এই প্রতিযোগিতায় ৬টি সোনা জিতেছিল।
  • চিনের জাতীয় ফুটবল দলের কোচ পদে দ্বিতীয়বার নিযুক্ত হলেন মার্সেলো লিপ্পি।