কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুন, ২০১৯

390
0
Current Affairs 10 June 2019

আন্তর্জাতিক

  • মালিতে দুষ্কৃতীরা একটি গ্রামের ৯৫ জনকে গুলি চালিয়ে হত্যা করল। মধ্য মালির ডোগোন সম্প্রদায়ের গ্রামে ওই হামলা ফুনানি জিহাদি গোষ্টী চালিয়েছে বলে সন্দেহ।
  • পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করা হল। বেআইনিভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল সে দেশের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। জারদারির বোন ফারিয়াল তালপুরের নামেও একই অভিযোগ আনা হয়েছে।
  • উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন একজন সেনাকর্তাকে রাক্ষুষে পিরানহা মাছ ভর্তি জলাশয়ে ফেলে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জল্পনা ছড়াল। পিয়ংইয়ংয়ে রাজপ্রাসাদের মধ্যে এক জলাশয়ে পিরানহা মাছ রয়েছে বলে খবর। হিয়ং ইয়ং চল এবং রি ইয়ং গিলকে নামের দুই সেনাপ্রধানকে গত ৪ বছরের মধ্যে কিম মৃত্যুদণ্ড দেওয়ায় এই জল্পনা আরও  বেড়েছে।

 জাতীয়

  • দাবদাহ চলছে উত্তর ভারতে। এদিন দিল্লিতে তাপমাত্রা ছিল রেকর্ড ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
  • আর ভি জানকীরমন (৭৯) প্রয়াত হলেন। তিনি প্রবীণ ডিএমকে নেতা এবং পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • কাঠুয়া মামলায় অভিযুক্ত ৬ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাঠানকোটের দায়রা আাদালত। বাকি ৩ জনকে (এঁরা পুলিশকর্মী, তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত) ৫ বছরের কারাদণ্ড দেওয়া হল।

বিবিধ

  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছর। ব্যাঙ্কের ১৭৩০ কোটি টাকা অর্থ তছরুপের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
  •  গিরীশ কারনাড (৮১) প্রয়াত হলেন। নাট্যকার গিরীশ অক্সফোর্ডের ম্যাগডেলান বিশ্ববিদ্যালয়ের রোডস স্কলার। তাঁর লেখা প্রথম নাটক ‘যযাতি’। ‘তুঘলক’, ‘হয়বদন’ প্রভৃতি নাটকও তাঁর লেখা। ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘এক থা টাইগার’ ইত্যাদি শতাধিক চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। ১৩টি ছবি পরিচালনা করেছিলেন তিনি।

 খেলা

  • এফআইএইচ হকি সিরিজে ভারত ১০-০ গোলে পরাস্ত করল উজবেকিস্তানকে। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। এদিন হ্যাট্রিক করলেন আকাশদীপ সিং।
  • উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হল পর্তুগাল। ফাইনালে তারা ১-০ গোলে হারাল নেদারল্যান্ডসকে। এবারই প্রথম এই প্রতিযোগিতা হল। তৃতীয় ও চতুর্থ স্থান পেল যথাক্রমে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড।
  • বৃষ্টির জন্য বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিল হল।
  • যুবরাজ সিং ( ৩৭) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ২০০০ সালের ৩ অক্টোবর তাঁর অভিষেক হয়েছিল এবং ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের ম্যাচ এবং ৫৮টি টি২০ ম্যাচ খেলেছেন যুবরাজ। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। ২০১১ সালে তিনি বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। টেস্টে ১৯০০ রান (৩টি শতরান), একদিনের ক্রিকেটে ১১১টি উইকেট ও ৮৭০১ রান আছে তাঁর। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬টি ওভারবাউন্ডারি মেরেছিলেন যুবরাজ।