কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুন, ২০১৯

461
0
Current Affairs 17 June 2018

আন্তর্জাতিক

  • মহম্মদ মোরসি প্রয়াত (৬৭) হলেন। মুসলিম ব্রাদারহুড নেতা ২০১২ সালে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। পরে সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তাঁর বিরুদ্ধে ইজরায়েলের হামাস গোষ্ঠীর হয়ে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।সেই মামলার শুনানির সময়েই আদালতের মধ্যেই লুটিয়ে পডেন মোরসি।
  • পাকিস্তানে আবারও একজন মুক্তমনা ব্লগারকে হত্যা করা হল। পাক গুপ্তচর সংস্থা আইএসআই–এর কঠোর সমালোচক ছিলেন ২২ বছরের মহম্মদ বিলাল খান।এদিন তাঁর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হল।
  • পাকিস্তান সেনা কর্তৃপক্ষ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকে সরিয়ে দিল।ওই পদে বসানা হল লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হামিদকে।

জাতীয়

  • পাকিস্তান সতর্কবার্তা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এরপর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয়।এই ঘটনায় ৯ জন জওয়ান জখম হয়েছেন।

বিবিধ

  • দেশজুড়ে ধর্মঘট করলেন চিকিতসকরা। কলকাতার এনআরএস মেডিকেল কলেজে জুনিয়র চিকিতসকরা রোগীর বাডিড়র লোকের হাতে লাচ্ছিত হওয়ার প্রতিবাদে এদিন ধর্মঘটের ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিতসকদের চলেছে টানা সাতদিন ধরে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করলেন জুনিয়র চিকিতসকরা।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ।বিশ্বকাপ ক্রিকেটের এই ম্যাচে আগে ব্যাট করে ৩২১ রান তুলেছিল ক্যারিবিয়ানরা।শতরান করলেন বাংলাদেশের সাকিব আল হাসান(অপরাজিত ১২৪)।একদিনের ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন তিনি।
  • কোপা আমেরিকার ম্যাচে উরুগুয়ে ৪-০ গোলে হারাল ইকুয়েডরকে।