পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের ফাইনাল রিটেন টেস্ট সংক্রান্ত জরুরি ঘোষণা

544
0
WB Police Constable Exam

পশ্চিমবঙ্গ পুলিশে ২০১৮-র কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা (ফাইনাল রিটেন টেস্ট) হবে আগামী ৩০ জুন রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত। এজন্য যোগ্য প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ১৭ জুন থেকে রাজ্য পুলিশের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in) লগইন করে। নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করা যাবে। প্রার্থীদের এসএমএস করে এসব জানিয়ে দেওয়া হচ্ছে। আলাদা করে কাউকে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না বা কাগজকপি পাওয়া যাবে না। পরীক্ষার দিন কোনো রকম স্পোর্টস শু, স্নিকার বা হিলতোলা জুতো পরে যেতে পারবে না, পরতে হবে চ্যাটালো বা পলিইউরিথিনের জুতো বা চটি যাতে কোনো ধাতব সরঞ্জাম থাকবে না। অ্যাডমিট কার্ডে লেখা নির্দেশগুলিও মেনে চলতে হবে। এই ঘোষণার বিজ্ঞপ্তিটি (No. WBPRB/NOTICE – 2019/1 (CONS. – 18)) দেখা যাবে এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf

পরীক্ষার ওএমঃআর শিটের নমুনা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20OMR.pdf

অ্যাটেন্ডেন্স রোল কীভাবে পূরণ করতে হবে তার নমুনা এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20Attendance%20Roll.pdf