মালদা জেলায় রূপশ্রী প্রকল্পে ২০ অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর

736
0
Malda, Malda Job News

মালদা জেলায় রূপশ্রী প্রকল্পের জন্য ৩টি অ্যাকাউন্ট্যান্ট ও ১৭টি ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট  ৩ (অসংরক্ষিত ২, এসসি ১), ডেটা এন্ট্রি অপারেটর ১৭ (অসংরক্ষিত ৬, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ২, অসংরক্ষিত পিডব্লুডি ১, এসসি ৩, এসসি এক্স-সার্ভিসিম্যান ১, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-এ ১ )।

শিক্ষাগত যোগ্যতা:

অ্যাকাউন্ট্যান্ট— অনার্স সহ কমার্স স্নাতক, এমএস অফিস সহ কম্পিউটার নলেজ, স্প্রেড শিট, ট্যালি, ও প্রেজেন্টেশন প্যাকেজে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর— যে-কোনো শাখায় স্নাতক, এমএস অফিস সহ কম্পিউটার নলেজ, ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতনক্রম: অ্যাকাউন্ট্যান্ট  পদের জন্য মাসিক ১৫,০০০ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ১১,০০ টাকা।

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে।  আগামী ৪ জুলাই, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ হবে। ৯ জুলাই, থেকে ১৪ জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ১৪ জুলাই, ২০১৯।

আবেদন করার লিঙ্ক:  http://malda.gov.in/