সিআরপি হাসপাতালে ৯১ ডাক্তার

742
0
medical officer recruitment
Doctor in front of a bright background

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অধীন হাসপাতালগুলিতে চুক্তির ভিত্তিতে ৯১ জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

শূন্যপদ: স্পেশ্যালিস্ট মেডিকেল অফিসার, জগদ্দলপুর: ৭ (মেডিসিন ১, সার্জিক্যাল ১, গাইনি অ্যান্ড অবস্টেঃ ১, অ্যানাস্থেশিয়া ১, রেডিওলজি ১, প্যাথোলজি ১, অপথ্যালমোলজি ১)। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, বিলাসপুর, ছত্তিশগড়): ২৩। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, সিআরপিএফ, রাঁচি): ১২। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, নাগপুর): ৩। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, গুয়াহাটি): ৫। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, মণিপুর): ৭। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (গ্রুপ সেন্টার, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর): ৩০। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (কম্পোজিট হাসপাতাল, বানতালাব, জম্মু): ৪।

যোগ্যতা: স্পেশ্যালিস্ট মেডিকেল অফিসার, জগদ্দলপুর: সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে দেড় বছর ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে আড়াই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জেনারেল ডিউটি মেডিকেল অফিসার: এমবিবিএস এবং ইন্টার্নশিপ।

বয়স: ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী বয়সসীমা ৬৭ বছরের কম।

পারিশ্রমিক: স্পেশ্যালিস্ট মেডিকেল অফিসার পদে মাসে ৮৫০০০ টাকা এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে ৭৫০০০ টাকা।

ইন্টারভিউয়ের তারিখ: স্পেশ্যালিস্ট মেডিকেল অফিসার পদে ইন্টারভিউ হবে ৩০ জুলাই ২০১৯। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বিলাসপুর ছত্তিশগড়ে ইন্টারভিউ হবে ৩০ ও ৩১ জুলাই ২০১৯। বাকি সবকটি ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৩০ জুলাই ২০১৯। ইন্টারভিউয়ের সময় সকাল ৯টা। ইন্টারভিউয়ের দিন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবির ৫টি কপি, সাদা কাগজে আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে https://www.crpf.gov.in/  ওয়েবসাইটে।