কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই, ২০১৯

575
0
Current Affairs 18 July 2019

আন্তর্জাতিক

  • জাপানের বিখ্যাত কিয়েটো অ্যানিমেশন সংস্থার স্টুডিয়োয় আগুন লেগে ৩৩ জনের মৃত্যু হল। কিয়োঅ্যানি নামক সংস্থাটি ১৯৮১ সালে নির্মিত হয়েছিল। এটি কোনো দুর্ঘটনা নয়, নাশকতা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসিকে গ্রেপ্তার করল সে দেশের দুর্নীতি দমন সংস্থা ল্যাব। তিনি পেট্রোলিয়াম ও বিদ্যুৎমন্ত্রী থাকার সময় তরল গ্যাস আমদানির বরাত নিয়ে গুরুতর কারচুপির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই এই পদক্ষেপ ল্যাবের।

জাতীয়

  • পি রাজাগোপাল (৭৩) প্রয়াত। তিনি ‘ধোসা কিং’ বা ‘ধোসা ম্যান’ নামে পরিচিত ছিলেন। সাধারণ একজন মুদির দোকানি থেকে তিনি দক্ষিণ ভারতীয় খাদ্যের ব্যবসায় বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। ২০টি দেশে ছড়িয়ে আছে এই ব্যবসা। চেন্নাইয়ে তৈরি করেন ‘সরভানা ভবন’। তবে এক কর্মীকে খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।
  • কর্নাটকের নাট্যপরিচালক এস রঘুনন্দন প্রত্যাখ্যান করলেন সংগীত নাটক আকাদেমির পুরস্কার। ‘দেশে ধর্মের নামে গণপ্রহার ও বিরোধী স্বরকে দমন করার প্রচেষ্টায় হতাশ হয়ে এই সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিবিধ

  • গত অর্থবর্ষে দেশে ডিজিটাল লেনদেন হয়েছে ৩১৩০.৫৮ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় তা ৫১ শতাংশ বেশি। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই তথ্য জানালেন।
  • বানতলা চর্মনগরীতে ১৮৭টি নতুন প্রকল্প গড়ার জন্য ৭০ একর জমির প্লটের অধিকার বণ্ঠন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান হবে বলে তিনি জানালেন। প্রসঙ্গত, এই চর্মনগরীর কাজ শুরু এবং অনেকটা এগিয়েছিল আগের সরকারের আমলে। চালু হতে এত বিলম্ব নিয়েই উঠেছে প্রশ্ন।

খেলা

  • আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন বিশেষ সম্মান জানাল পি টি উষাকে। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
  • অভিমন্যু ঈশ্বরন সিএবি বর্ষসেরা ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাচ্ছেন বলে জানানো হল।
  • আফ্রিকার কাপ অব নেশনস-এ তৃতীয় স্থান পেল নাইজেরিয়া। টিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা তৃতীয় স্থান পেল। ফাইনাল হবে সেনেগাল ও আলজেরিয়ার সঙ্গে।