কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বরে

546
0
UP Police Constable Job

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি) ও আসাম রাইফেলসে রাইফেলম্যান নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের লিখিত পরীক্ষা (Constable (GD) in CAPFs, NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination–2018)-এর ফল কমিশনের ওয়েবসাইটে বেরিয়েছে গত ২০ জুন। সফল প্রার্থীদের স্কোরকার্ডও আপলোড করা হয়েছে গত ১০ জুলাই (https://jibikadishari.co.in/?p=11895)। সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষা (পিইটি/পিএসটি) হবে আগামী আগস্ট-সেপ্টেম্বরে। যথাসময়ে বিশদ জানা যাবে কমিশনের আঞ্চলিক ওয়েবসাইটগুলিতে। সেসময় ডাউনলোড করা অ্যাডমিট কার্ড ছাড়াও সঙ্গে নিয়ে যেতে হবে পাসপোর্ট মাপের রঙিন ছবি ও নির্দেশমতো সমস্ত মূল প্রমাণপত্র। কাজেই, মূল আবেদনপত্র ও স্কোরকার্ড ইত্যাদিতে দেওয়া তথ্যাদির মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনের আঞ্চলিক দপ্তরে জানিয়ে সংশোধন করিয়ে নিতে হবে (পিইটি/পিএসটি বোর্ড কোনো সংশোধনের সুযোগ দেবে না)। সেজন্য আঞ্চলিক দপ্তরে যেতে হবে, পূরণ করা আবেদনপত্র ও স্কোরকার্ডের প্রিন্ট-আউট সঙ্গে নিয়ে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। তারপরে আর এসব সংশোধনের কোনো সুযোগ দেওয়া হবে না। তবে মূল আবেদনপত্রে প্রার্থীর নিজের দেওয়া ক্যাটেগরি, লিঙ্গ, বাসস্থানের রাজ্য/জেলা ইত্যদি সংক্রান্ত কোনো তথ্যের ত্রুটি সংশোধন করা যাবে না। কমিশনের ২৪ জুলাইয়ের এই বিজ্ঞপ্তি (F.No. 07/01/2018–C-I/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_gd_24072019.pdf