স্টেট ব্যাঙ্কে ৭৬ স্পেশ্যালিস্ট অফিসার

635
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৭৬ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2019-20/08. প্রার্থী যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্যাপিটাল প্ল্যানিং), গ্রেড টিইজিএস-সিক্স: ১ (অসংরক্ষিত)। এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (সেক্টর স্পেশ্যালিস্ট), এমএমজিএস থ্রি: ১১ (অসংরক্ষিত ৭, ওবিসি ২, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (স্ট্রাকচারিং), এমএমজিএস থ্রি: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। এসএমই ক্রেডিট অ্যানালিস্ট, এমএমজিএস থ্রি: ১০। ক্রেডিট অ্যানালিস্ট, এমএমজিএস থ্রি: ৩০। ক্রেডিট অ্যানালিস্ট, এমএমজিএস টু: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

বয়সসীমা: ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের কম। বাকি সবকটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্যাপিটাল প্ল্যানিং): যে-কোনো শাখায় স্নাতক ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)/এমবিএ (ফিনান্স) বা সমতুল/ পিজিডিএম (ফিনান্স) বা সমতুল। ফিনান্স সেক্টরে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (সেক্টর স্পেশ্যালিস্ট, স্ট্রাকচারিং): বিই/ বিটেক এবং এমবিএ (ফিনান্স)/ সিএ/ সিএফএ। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ফিল্ডে তিন বছরের অভিজ্ঞতা।

ক্রেডিট অ্যানালিস্ট (এমএমজিএস থ্রি): সিএ/ এমবিএ/ পিজিডিএম (ফিনান্সে দু বছরের পূর্ণ সময়ের নিয়মিত কোর্স)। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

ক্রেডিট অ্যানালিস্ট (এমএমজিএস টু): সিএ/ এমবিএ/ পিজিডিএম (ফিনান্সে দু বছরের পূর্ণ সময়ের কোর্স)। শিক্ষগত যোগ্যতা অর্জনের পর দু বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে।

মূল বেতনক্রম: ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্যাপিটাল প্ল্যানিং) পদের ক্ষেত্রে ৬৮৬৮০-৭৬৫২০ টাকা। এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (সেক্টর স্পেশ্যালিস্ট, স্ট্রাকচারিং), এসএমই ক্রেডিট অ্যানালিস্ট ও ক্রেডিট অ্যানালিস্ট পদের ক্ষেত্রে ৪২০২০-৫১৪৯০ টাকা। ক্রেডিট অ্যানালিস্ট এমএমজিএস টু পদের ক্ষেত্রে ৩১৭০৫-৪৫৯৫০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: শর্টলিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১২৫ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers/ অথবা https://www.sbi.co.in/careers/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ আগস্ট ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।