কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই

348
0
Current Affairs 23 June 2019

আন্তর্জাতিক

  • সব আন্তর্জাতিক উড়ানের জন্য দেশের আকাশ বন্ধ করে রেখেছিল পাকিস্তান। এতে বিভিন্ন উড়ান সংস্থার পাশাপাশি পাক সরকারেরও আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির অঙ্ক ৫ কোটি ডলার বলে স্বীকার করলেন পাক বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন কংগ্রেসের ৪ অ-শ্বেতাঙ্গ সদস্যার বিতর্ক ঘনিয়ে উঠেছে মার্কিন মুলুকে। তাঁরা হলেন ইলাম ওমর, আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ, রশিদা তালিব এবং আইয়ানা প্রেসলি। ‘স্কোয়াড’ নামে তাঁরা জনপ্রিয়। তাঁদের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান’। তাঁর বর্ণবিদ্বেষী মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে বিশ্ব। এবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস–এ তাঁর নামে নিন্দা প্রস্তাব পাশ হল।
  • কাবুলে বিশ্ববিদ্যালয়ের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৮ জনের।

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানী অমরাবতী গড়ে তোলার প্রকল্প থেকে সরে গেল বিশ্বব্যাঙ্ক। ওই প্রকল্পে ৩০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে বিতর্কে ও কৃষ্ণা নদীর তীরে পরিবেশ বিনষ্ট করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে অমরাবতী প্রকল্পে।
    ‘ভারতকে বিশ্বের উদ্বাস্তুদের রাজধানী হতে দেওয়া যাবে না।’ ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স প্রক্রিয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্টে এই মন্তব্য করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

বিবিধ

  • ‘উজ্জ্বলা’ প্রকল্পের প্রশংসা করল আন্তর্জাতিক শক্তি সংস্থা। ২০২০ সালের মধ্যে এই প্রকল্পে গরিব পরিবারগুলির কাছে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • ২০২০-২১ সালে দেশে নতুন করে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির অনুমতি দেওয়া হবে না বলে জানালেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধে।

খেলা

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবোয়েকে নির্বাসিত করল আইসিসি। সেখানকার ক্রিকেট সংস্থার কাজকর্মে সেখানকার সরকার হস্তক্ষেপ করছে এই অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ মানতে চাননি জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী কার্স্টে কভেন্ট্রি।
  • ২১তম কমনওয়েলথ টেবিল টেনিসে জোড়া সোনা জিতল ভারত। কটকে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের দলগত ইভেন্টে এই সাফল্য এল।
  • ভারতের মহিলা অ্যাথলিট সঞ্জীবনী যাদবকে ডোপিংয়ের দায়ে ২ বছরের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক অ্যাথলিট সংস্থা। তিনি এশীয় চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জের পদক জিতেছিলেন।
  • জার্মানির জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে পুরুষদের রাইফেল থ্রি পজিশন ইভেন্টে বিশ্ব রেকর্ড করে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে এষা সিং-গৌরব রানা জুটিও সোনা জিতল।
  • আইসিসি হল অব ফে–এ ঠাঁই পেলেন সচিন তেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক।