জাহাজ কারখানায় ৪৪৫ অ্যাপ্রেন্টিস

638
0
NLC Apprentice Recruitment 2024

ভারত সরকারের ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪৪৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: MDLATS/02/2019.

শূন্যপদ: গ্রুপ ‘এ’ (দশম শ্রেণি পাশ): ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২০ (অসংরক্ষিত ৮, ওবিসি ৬, এসইবিসি ২, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ১১, ওবিসি ৯, এসইবিসি ৩, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ফিটার: ৫০ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১৫, এসইবিসি ৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। পাইপ ফিটার: ৫০ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১৫, এসইবিসি ৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। স্ট্রাকচারাল ফিটার: ৫০ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১৫, এসইবিসি ৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)।

গ্রুপ ‘বি’ (আইটিআই পাশ): আইসিটিএসএম: ১৫ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, এসইবিসি ১, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রনিক মেকানিক: ৩০ (অসংরক্ষিত ১১, ওবিসি ৯, এসইবিসি ৩, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। কার্পেন্টার: ৩০ (অসংরক্ষিত ১১, ওবিসি ৯, এসইবিসি ৩, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ফিটার স্ট্রাকচারাল (এক্স আইটিআই ফিটার): ৫০ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১৫, এসইবিসি ৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)।

গ্রুপ ‘সি’ (অষ্টম শ্রেণি পাশ): রিগার: ৬০ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১৮, এসইবিসি ৭, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৬০ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১৮, এসইবিসি ৭, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪)।

বয়সসীমা: ১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে গ্রুপ ‘এ’-তে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে, গ্রুপ ‘বি’-তে ১৬-২১ বছরের মধ্যে ও গ্রুপ `সি’-তে ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা: গ্রুপ ‘এ’-র সবকটি ট্রেড ও গ্রুপ ‘সি’-র রিগার ট্রেডের ট্রেনিংয়ের সময়সীমা দু বছর, বাকিদের এক বছর।

স্টাইপেন্ড: গ্রুপ ‘এ’-র প্রথম বছরে ৭৫৭৭ টাকা ও দ্বিতীয় বছরে ৮৬৫৯ টাকা, গ্রুপ ‘বি’-র ৯৭৪২ টাকা, গ্রুপ ‘সি’-র প্রথম বছরে ৭৫৭৭ টাকা ও দ্বিতীয় বছরে ৮৬৫৯ টাকা করে।

যোগ্যতা: গ্রুপ ‘এ’: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ প্রথম সুযোগেই এসএসসি পাশ (তপশিলি জাতি/উপজাতিদের নম্বরের বিধিনিষেধ নেই, শুধু প্রথম সুযোগে পাশ হতে হবে)।

গ্রুপ ‘বি’: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে প্রথম সুযোগেই আইটিআই পাশ (তপশিলি জাতি/ উপজাতিদের নম্বরের বিধিনিষেধ নেই, শুধু প্রথম সুযোগে পাশ হতে হবে)।

গ্রুপ ‘সি’: ১০+২ সিস্টেমে সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে প্রথম সুযোগে অষ্টম শ্রেণি পাশ (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে নম্বরের বিধিনিষেধ নেই শুধু প্রথম সুযোগে পাশ হতে হবে)।

আইটিআই পাশ প্রার্থীরা গ্রুপ ‘এ’ ও ‘সি’-র জন্য আবেদন করতে পারবে না।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় গ্রুপ ‘এ’-তে থাকবে ইংলিশ ও জেনারেল নলেজ, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স। গ্রুপ ‘বি’-র ক্ষেত্রে ইংলিশ ও জেনারেল নলেজ, ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। গ্রুপ ‘সি’-তে ইংলিশ ও জেনারেল নলেজ, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স। সবক্ষেত্রেই মোট ১০০টি প্রশ্ন থাকবে, ১০০ নম্বর। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষা।

আবেদনের পদ্ধতি: https://mazagondock.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে ০২২-২৩৭৬-৪১৫৫ নম্বরে ফোন করতে পারেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।