কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০১৯

645
0
Current Affairs 26 July 2019

আন্তর্জাতিক

  • গুগল-এর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলেন মার্কিন কংগ্রেস প্রতিনিধি তুলসী গাবার্ড। ডেমোক্র্যাটদের বিতর্ক সভায় তাঁর বক্তব্য সম্প্রচারের সময় সম্প্রচার খানিকক্ষণ বন্ধ রেখেছিল গুগল। তিনি একে ‘বৈষম্যমূলক আচরণ’ বলেছেন।
  • লিবিয়ায় উপকূল থেকে ৮ কিমি দূরে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১৫ জন নিখোঁজ হয়ে গেলেন।  নৌকাটিতে আফ্রিকা ও আরবের শরণার্থীরা ছিলেন। চলতি বছরে ভূমধ্যসাগরে এটিই সব থেকে বড় নৌকাডুবির ঘটনা।
  • বাংলাদেশে গণপিটুনির ঘটনায় দুসপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ৮ বছরে এভাবে ৮২৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। গুজব ছড়ানোর দায়ে কিছু ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল বন্ধ ও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরোধী রাজনৈতিক দলের দাবি, গত এক দশকে একটি গণপিটুনির মামলার নিষ্পত্তি হয়নি।

জাতীয়

  • কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। তিনি চতুর্থবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন। এর আগে তিন বার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেও কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি।
  • দেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালিকায় প্রথম দুটি স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। এই তথ্য জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

বিবিধ

  • লাভের মুখ দেখল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নীরব মোদীর দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে আসার পর এই প্রথম ১০১৯ কোটি টাকা নিট মুনাফা করেছে বলে এদিন জানানো হল।
  • উত্তরপ্রদেশে পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের মধ্যেই পিটিয়ে হত্যা করা হল একটি ৬ বছরের বাঘিনিকে। এই ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খেলা

  • কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। শেষ ম্যাচে তাঁর দেশ জিতল ৯১ রানে। তাঁর সংগ্রহ ৩ উইকেট (৯.৪-২-৩৮-৩)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২২৬ ম্যাচে ৩৩৮ উইকেট রয়েছে তাঁর যা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
  • লর্ডস টেস্টে ১৪৩ রানে জয়ী হল ইংল্যান্ড। ইংল্যান্ড দুই ইনিংসে ৮৫ ও ৩০৩ রান করেছিল। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২০৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে গুটিয়ে গেল। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট নিলেন ক্রিস ওকস।
  • টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। ৩৬ টেস্টে তিনি ১১৯ উইকেট পেয়েছেন।