বিহারে ২৫৬৪ স্টাফ নার্স ও টিউটর

1316
0
Kolkata Recruitment, Nurse, Kolkata Nursing Jobs

বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনে ৯২৯৯ জন স্টাফ নার্স গ্রেড এ ও টিউটর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বাসিন্দারা কেবলমাত্র ২৫৬৪টি অসংরক্ষিত পদের জন্য আবেদন করতে পারবেন, তবে বিহারের কাউন্সিলের নথিভুক্তি থাকতে হবে।

বয়সসীমা: স্টাফ নার্স গ্রেড এ ও টিউটর পদে পুরুষদের বয়স হতে হবে ২১-৩৭ বছরের মধ্যে এবং মহিলাদের বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ আগস্ট ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে।

যোগ্যতা: স্টাফ নার্স গ্রেড ’: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা বিহারের কাউন্সিল স্বীকৃত জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সঙ্গে বিহার পরিচারিকা নিবন্ধন পরিষদে নাম নথিভুক্ত হতে হবে।

টিউটর: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা বিহারের কাউন্সিল স্বীকৃত এমএসসি নার্সিং বা বিএসসি নার্সিং (বেসিক/ পোস্ট বেসিক কোর্স) বা নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা (ডিএনইএ)। প্রার্থীকে বিহার পরিচারিকা নিবন্ধন পরিষদে নাম নথিভুক্ত হতে হবে।  শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ২০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.btsc.bih.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করতে হবে ২৬ আগস্ট ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।