স্কুল সার্ভিস আপার প্রাইমারি পার্সোন্যালিটি টেস্ট ২০ আগস্ট থেকে

1367
0
UPSC interview

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি লেভেলে পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হয়েছে।

বাছাই প্রার্থীদের এই ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২০ আগস্ট, ২০১৯ থেকে ২২ আগস্ট, ২০১৯। আগামী ১৬ আগস্ট, ২০১৯ তারিখ এসএসসির ওয়েবসাইটে পার্সোন্যালিটি টেস্ট-এর বিস্তারিত তথ্য আপলোড করে দেওয়া হবে।

আগামী ১৬ আগস্ট, ২০১৯ থেকে প্রার্থীরা পার্সোন্যালিটি টেস্ট-এর জন্য কল লেটারও ডাউনলোড করে নিতে পারবেন। নিজেদের অ্যাপ্লিকেশন আইডি/রোল নম্বর ও ডেট অব বার্থ দিয়ে ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষার দিন প্রার্থীদের নিজেদের সমস্ত প্রয়োজনীয় মূল ডকুমেন্ট ও তার একটি সেট ফটোকপি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তি লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Verification%20Notice-Personality%20Test-%20Upper%20Primary-2nd%20phase08.08.2019.pdf

 

 

 

 

 

SSC, WBSSC Upper Primary TET, Upper Primary Result, SSC Upper Primary Interview,