কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ আগস্ট ২০১৯

537
0

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। শিয়া সম্প্রদায়ের ওই উৎসবে এই হামলায় ৬৩ জনের মৃত্যু হল। অন্তত ১৮২ জন জখম হয়েছেন। আফগান প্রশাসনের সঙ্গে তালিবান জঙ্গিদের শান্তি আলোচনা চলার সময়েই এই হামলা চালানো হল। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী এদিনের ঘটনার দায় স্বীকার করেছে।
  • হংকংয়ে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করল। এদিন শহরের কেন্দ্রে ভিক্টোরিয়া পার্কে কালো পোশাক পরে অবস্থান বিক্ষোভে শামিল হলেন প্রায় ১৭ লক্ষ মানুষ। টানা ১০ সপ্তাহ ধরে আন্দোলনে উত্তপ্ত হংকং।
  • উষ্ণায়নে গলে গেছে হিমবাহ। তার ‘স্মৃতি’তে ফলক বসাচ্ছে আইসল্যান্ড। বিশ্বে এমন ঘটনা এই প্রথম। সংবাদে প্রকাশ, তাম্রফলকে লেখা থাকবে হিমবাহ গলে যাওয়ার কথা।

জাতীয়

  • উত্তর প্রদেশে গুলি করে হত্যা করা হল একজন সাংবাদিককে। সাহারানপুরে দিনের আলোয় এই ঘটনা ঘটল। ‘দৈনিক জাগরণ’ পত্রিকার সাংবাদিক আশিস জানওয়ানির সঙ্গে হত্যা করা হয়েছে তাঁর ভাইকেও।
  • দুদিনের ভুটান সফরে এদিন থিম্পু বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভুটানকে বললেন ভারতের ‘স্বাভাবিক সহযোগী’। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বিবিধ

  • ১৮ অগস্ট দিনটিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী বলে ট্যুইট করে বিতর্কে জড়াল কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। নেতাজির পরিবারের সদস্য তথা সাংসদ চন্দ্রনাথ বসু জানিয়েছেন, ১৯৪৫ সালের এই দিনে তিনি তাইহুকু বিমান বন্দর থেকে নিখোঁজ হয়েছিলেন। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের দাবি জানালেন চন্দ্র বসুও।
  • রথীন মিত্র (৯৫) প্রয়াত হলেন। এই চিত্রশিল্পী পেনসিল স্কেচে কলকাতা ও দিল্লি সহ দেশের বহু ঐতিহ্যশালী স্থান ও স্মারকের রেখাচিত্রে অঙ্কন করে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

খেলা

  • চেক প্রজাতন্ত্রে আয়োজিত ৩০০ মিটার দৌড়ে পুরুষ ও মহিলাদের বিভাগে সোনা জিতলেন যথাক্রমে ভারতের হিমা দাস এবং মহম্মদ আনাস।
  • টোকিয়োয় অলিম্পিক টেস্ট ইভেন্ট হকিতে ভারতের পুরুষ দল ১-২ গোলে নিউ জিল্যান্ডের কাছে হেরে গেল। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতীয় মহিলা দল ২-২ গোলে ড্র করল।
  • লর্ডস টেস্টে অভিনব একটি ঘটনা ঘটল। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁর পরিবর্তে মাঠে নামলেন মার্নাস লাবুসানে। তিনি ব্যাটও করলেন (৫৯ রান)। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর পরিবর্ত হিসাবে যিনি নামবেন তিনি ব্যাট ও বলও করতে পারবেন। নিয়ম চালুর পর এই ‘কংকাশান সাব’ ব্যবহারের প্রথম ঘটনা এদিনই।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারাল নিউ জিল্যান্ডকে।