কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ আগস্ট ২০১৯

587
0

আন্তর্জাতিক

  • আমাজনের বৃষ্টি অরণ্যের দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।এদিকে দাবানল নিয়ন্ত্রণে জি৭ গোষ্ঠীর আর্থিক সাহায্য না নেওয়ার প্রশ্নে এখনও অনড় ব্রাজিলের রাষ্ট্রপতি জইর বোলসোনারো। নতুন করে দাবানল রুখতে তিনি আগামী ২ মাস গোটা দেশে আগুন জ্বালানো বন্ধ রাখার নির্দেশ দিলেন।
  • বিশেষ নৌকায় আটলান্টিক পেরিয়ে নিউইয়র্ক পৌঁছলেন গ্রেটা থুনবার্গ। জলবায়ু নিয়ে আন্দোলনের জন্য আজ গোটা বিশ্বে পরিচিত সুইডেনের ১৬ বছরের কিশোরী গ্রেটা। রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য গত ১৪ অগস্ট ইংল্যান্ডের প্লাইমাউথ থেকে বিশেষ নৌকায় রওনা দিয়েছিলেন তিনি। এদিন তিনি নিউইয়র্কে পৌঁছন। যাত্রাপথে যাতে কার্বন নিঃসরণ না হয় তাই বিমানে চড়ে সেখানে যাননি তিনি।
  • ‘গজনভি’ নামের একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। ২৯০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

জাতীয়

  • উত্তর প্রদেশের বালিয়া জেলার একটি স্কুলের মিড ডে মিল খাওয়ায় বর্ণবৈষম্যের অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন। সেখানে উচ্চবর্ণের পড়ুয়ারা বাড়ি থেকে পৃথক থালা এনে খায় বলে অভিযোগ।
  • জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে সুস্থ রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী `ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ কর্মসূচির উদ্বোধন করলেন।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট প্রকাশ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে দাবি করা হল, আর্থিক ভাবে বিশ্বর অন্যতম শক্তসমর্থ ভারতের শীর্ষ ব্যাঙ্ক।  অন্য দিকে উল্লেখ করা হয়েছে গত অর্থবর্ষে ব্যাঙ্কপ্রতারণার অঙ্ক ছিল ৭১৫৪২ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় তা ৭৪ শতাংশ বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৩৭৬৬টি প্রতারণায় ৬৪৫০৯ কোটি টাকার জালিয়াতি হয়েছে।
  •  এপ্রিল–জুন ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধির হার হল ২ শতাংশ।
  • গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সিজি পাওয়ার সংস্থার। এই পরিস্থিতিতে সংস্থার প্রধান তথা প্রতিষ্ঠাতা গৌতম থাপারকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানাল সংস্থার পরিচালন পর্ষদ।

খেলা

  • শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের এলাভেনিল ভালারিভান। রিও ডি জেনেরোয় আয়োজিত প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে এই কৃতিত্ব দেখালেন তিনি। ২৪ বছর বয়সী এলাফেনিল তামিলনাড়ুর মেয়ে। অঙলি ভাগবত ও অপূর্বী চান্ডেলির পর তৃতীয় ভারতীয় হিসাবে এই ইভেন্টে সোনা জিতলেন তিনি।
  • ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ভার্জিল ফন ডিক। নেদারল্যান্ডসের জাতীয় দল এবং লিভারপুল দলের এই খেলোয়াড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিফেন্ডারের পুরস্কারও জিতলেন। উয়েফা এই পুরস্কার দেয়। ২০১৮-১৯ মরসুমে ইউরোপসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পেলেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।
  • অনূর্ধ্ব সুব্রত কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিজোরামের সৈদান সেকেন্ডারি স্কুল।
  • বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে ভারত অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল।
  • নতুন মরসুমে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে নির্বাচকেরা বেছে নিলেন অভিমন্যু ঈশ্বরনকে।