কারেন্ট অ্যাফেয়ার্স ২ সেপ্টেম্বর ২০১৯

635
0

আন্তর্জাতিক

  • সমুদ্র ঝড় ডোরিয়ান আছড়ে পড়ল বাহামা দ্বীপপুঞ্জে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ঝড়ের দাপটে প্রায় ১৩ হাজার বাড়ি ভেঙে পড়ে এবং ১ জনের মৃত্যু হয়।
  • ‘পাকিস্তান আগ বাড়িয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে না এবং প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।’ এই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের ছোট-ছোট পরমাণু অস্ত্র আছে যা দিয়ে একটি নির্দিষ্ট এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করা যায়।’
  • কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইমরানের অতিসক্রিয়তার সমালোচনা করলেন প্রাক্তন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিম রোমার।

জাতীয়

  • ২০১৯ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পুরস্কার পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আসন্ন মার্কিন সফরে তাঁকে পুরস্কৃত করা হবে। স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য এই পুরস্কার বলে জানা গিয়েছে। এদিন এই তথ্য জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
  • মিগ ২১ বিমান নিয়ে আকাশে উড়লেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানুয়া। তাঁর সঙ্গেই বিমানে উড়লেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। গত ২৭ ফেব্রুয়ারি মিগ ২১ বাইসন বিমান নিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান তাড়া করতে গিয়ে পাক সেনার হাতে ধরা পড়েছিলেন অভিনন্দন।
  • কূলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন ভারতের ডেপুটি হাই কমিশনার। ইসলামাবাদ সাবজেলে তাঁর সঙ্গে দেখা করলেন তিনি। ২০১৬ সালে ভারতীয় চর সন্দেহে পাকিস্তানে আটক হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে দেখা করতে পারলেন ভারতের কোনো কূটনীতিক।

বিবিধ

  • গত জুলাই মাসে পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ২.১ শতাংশ। এক বছর আগে তা ছিল ৭.৩ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য প্রকাস করল।
  • হলিউডে মুক্তি পাওয়ার ২ দিনের মধ্যে টিকিট বিক্রির রেকর্ড করল ‘ইট চ্যাপ্টার টু’। ছবিটি পরিচালনা করেছেন আর্জেন্টিনার পরিচালক অ্যান্ডি মুসজিয়টি। এদিন তিনি মন্তব্য করলেন, ছবিটির খলনায়ক ‘পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন’ চরিত্রটি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুকরণে সৃষ্ট।

 খেলা

  • জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ২১০ রানে শেষ হল। ফলে এই টেস্ট ২৫৭ রানে জিতে নিল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন হুমান বিহারী। এদিন ২-০ ব্যবধানে সিরিজে জয়ী হল ভারত। অধিনায়ক হিসাবে বিরাট কোহালির এটি ২৮তম টেস্ট জয়। এম এস ধোনিকে (২৭) টপকে এখন ভারতের ক্রিকেট অধিনায়কদের মধ্যে তিনিই সব থেকে বেশি সংখ্যক টেস্ট ম্যাচ জেতার নজির গড়লেন। এদিন উইকেট রক্ষক ঋষভ পন্থ ১১টি টেস্ট খেলে ৫০ জনকে আউট করলেন। এম এস ধোনি এই নজির গড়তে সময় নিয়েছিলেন ১৫টি টেস্ট।
  • ব্রজিলের রিও ডি জেনেইরো বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম বিভাগে সোনার পদক জিতলেন ভারতের অপূর্ব চান্দেলা ও দীপক কুমার জুটি।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে কলিন গ্র্যান্ডহোমকে আউট করে আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ উইকেট (৯৯) শিকারের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।