পাঞ্জাব রাজ্য বিদ্যুতে ৩৫৮৪ অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান, অফিসার, সুপারিন্টেনডেন্ট

604
0

পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫০০ জন অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান ও ৮৪ জন অ্যাকাউন্টস অফিসার, রেভেনিউ অ্যাকাউন্ট্যান্ট, সুপারিন্টেনডেন্ট নিয়োগ করা হবে।

 

১) বিজ্ঞপ্তি নম্বর: CRA 295/19. অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান। বেতনক্রম: ৬৪০০-২০২০০ টাকা, সঙ্গে ৩৪০০ টাকা গ্রেড পে।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। যোগ্যতা: লাইনম্যান ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ এবং কোনো স্বীকৃত ফ্যাক্টরি/ ফার্ম/ কোম্পানি/ ইনস্টিটিউটে ইলেক্ট্রিক্যাল বা ওয়্যারম্যান ট্রেডে অভিজ্ঞতা। পিএসপিসিএল/ পিএসটিসিএ-এ অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে অগ্রাধিকার।

আবেদনের পদ্ধতি: www.pspcl.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। https://www.pspcl.in/wp-content/uploads/2019/07/short-notice-ALM.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

২) বিজ্ঞপ্তি নম্বর: CRA 293/2019. শূন্যপদ: পোস্ট কোড ১১: অ্যাকাউন্টস অফিসার: ৪। পোস্ট কোড ১৩: রেভেনিউ অ্যাকাউন্ট্যান্ট: ৫৪। পোস্ট কোড ১৪: সুপারিন্টেনডেন্ট (ডিভিশনাল অ্যাকাউন্টস): ২৬।

যোগ্যতা: অ্যাকাউন্টস অফিসার: সিএ/ আইসিডব্লুএ।

রেভেনিউ অ্যাকাউন্ট্যান্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিট বিকম অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত এমকম বা সিএ ইন্টার বা আইসিডব্লুএ ইন্টার।

সুপারিন্টেনডেন্ট (ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট):   ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত কোর্সে বিকম অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত এমকম বা সিএ ইন্টার বা আইসিডব্লুএ ইন্টার।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে।

বেতনক্রম: অ্যাকাউন্টস অফিসার পদে ১৬৬৫০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৮০০ টাকা। বাকি পদগুলির ক্ষেত্রে ১০৯০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.pspcl.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে আগামী ১ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত। https://www.pspcl.in/wp-content/uploads/2019/09/CRA-293-19_c.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।