কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ সেপ্টেম্বর ২০১৯

588
0

আন্তর্জাতিক

  • ‘চিন এক রাষ্ট্র দুই নীতিতে বিশ্বাসী’— হংকংয়ের বিক্ষোভ প্রসঙ্গে এ কথা বললেন চিনের রাষ্ট্রপতি জি চিনফিং। তবে তাইওয়ান প্রসঙ্গে তাঁর বক্তব্য, চিনের সঙ্গে তাইওয়ানের পূর্ণ সংযুক্তীকরণ হবেই। প্রসঙ্গত, গত ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। স্বায়ত্ত শাসিত হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল চিনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে অভিযোগেই।
  • সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের দায়িত্ব নিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। তবে তিনি ওই নির্দেশ দেননি বলে দাবি করেছেন যুবরাজ। ঘটনাটিকে ‘ভয়ঙ্কর অপরাধ’ বলেছেন তিনি। যেহেতু সৌদির সরকারি কর্মীরা তাতে যুক্ত ছিলেন তাই তার দায়ভার নিলেন তিনি। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র কর্মরত সৌদি নাগরিক খাশোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছিল।

জাতীয়

  • বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৪। এর মধ্যে বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করল। পাটনায় নালন্দা মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটি হাসপাতাল ভেসে গেছে বন্যায়। রাজেন্দ্র নগরের বাড়িতে ৩ দিন জলবন্দি থাকার পর এদিন উদ্ধার করা হল বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে।
  • দেশের ২৬তম বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভোদোরিয়া।
  • ব্রহ্মস সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল।
  • নীতি আয়োগ প্রকাশিত স্কুল শিক্ষার সূচকে দেশে প্রথম পঁচটি স্থান পেল কেরল, রাজস্থান, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও গুজরাট। পশ্চমবঙ্গ এতে তথ্য পাঠায়নি।

বিবিধ

  • ২০১৯ সালের এপ্রিল–জুন ত্রৈমাসিকে ভারতের বৈদেশিক ঋণ ১৪১০ কোটি ডলার বেড়ে হল ৫৫৭৪০ কেটি ডলার। বর্তমানে কেন্দ্রীয় সরকার ১০০ টাকা ঋণ নিলে তার ৯৩ টাকাই চলে যাচ্ছে পুরনো ঋণের সুদ মেটাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই তথ্য প্রকাশ করল। এই পরিস্থিতিতে সরকারি গ্যারান্টিযুক্ত বন্ড বিদেশে ছেড়ে ডলারে ঋণ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল কেন্দ্রীয় সরকার। বাজেটপ্রস্তাবে এই পরিকল্পনা জানানো হয়েছিল। এর মধ্যে অগস্টেই রাজকোষ ঘাটতি গোটা অর্থবর্ষে লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশে পৌঁছেছে।
  • গত অগস্ট মাসে পরিকাঠামোক্ষেত্রে বৃদ্ধি ০.৫ শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে। এই হার গত সাড়ে তিন বছরের মধ্যে সব থেকে কম বলে জানানো হয়েছে।
  • অভিনেতা বিজু খোটে প্রয়াত হলেন। অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রমেশ সিপ্পি পরিচালিত শোলে ছবির কালিয়া চরিত্র তাঁকে বিখ্যাত করেছিল।

খেলা

  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা ৮ উইকেটে জম্মু ও কাশ্মীরকে হারাল। ৬ উইকেট পেলেন ঈশান পোড়েল।
  • প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন ভারতের তরুণ টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। ২২ বছরের নাগাল এটিপি বুয়েনস আয়ারস চ্যালেঞ্জার ট্রফিতে চ্যাম্পিয়ন হলেন। ২০১৭ সালে বেঙ্গালুরু চ্যালেঞ্জার ইভেন্টের পর এটি তাঁর দ্বিতীয় এটিপি ট্রফি।