স্টাফ সিলেকশনের জুনিঃ ইঞ্জিঃ (সিভিল, মেকাঃ, ইলেক্ট্রিঃ, কিউএস অ্যান্ড সি) এগজ্যাম আন্সার-কি, ভুল থাকলে ধরে দেবার সুযোগ

483
0
NET, Net, Net Online Application

স্টাফ সিলেকশন কমিশন ২০১৮ সালের যে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকাঃ, ইলেক্ট্রিঃ, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট) এগজামিনেশন গত ২৩-২৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন কেন্দ্রে নিয়েছিল তার আন্সার-কি আপলোড করা হয়েছে, সঙ্গে পরীক্ষার্থীর উত্তরপত্রও। পরীক্ষার্থীরা নিজেদের ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী) দিয়ে ঢুকে তা দেখে নিতে পারেন এবং কোনো উত্তরে ভুল আছে মনে করলে তা সংশ্লিষ্ট লিঙ্কে জানাতে পারেন। ঢুকতে পারেন নিচের ওয়েবপেজে দেওয়া লিঙ্ক থেকে নির্দেশ মতো ধাপে-ধাপে এগিয়ে বা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomeScreen

আগামী ১৭ অক্টোবর বেলা ১২টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে, প্রতি ভুল নির্দেশের জন্য ১০০ টাকা করে অনলাইনে জমা দিতে হবে। সেই সংশোধনের একটা প্রিন্ট-আউটও নিয়ে নেবেন, কারণ ১৭ তারিখের পর এসব আর দেখা যাবে না। কমিশনের ১৪ অক্টোবরের এই বিজ্ঞপ্তি (F. No. 19/01/2018 C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/challenge_system_JE2018_14102019.pdf