সিমেন্ট কর্পোরেশনে ৬০ ট্রেনি

542
0

সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৬০ জন আর্টিজান ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: AT/04/2019.

শূন্যপদ: পোস্ট কোড ১: আর্টিজান ট্রেনি (সিভিল): ৪ (অসংরক্ষিত ২, শ্রবণ প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ১)। পোস্ট কোড ২: আর্টিজান ট্রেনি (ইলেক্ট্রিশিয়ান): ৯ (অসংরক্ষিত ৪, ওবিসি ৩, তপশিলি জাতি ১, প্রাক্তন সেনাকর্মী ১)। পোস্ট কোড ৩: আর্টিজান ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): ৬ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, প্রাক্তন সেনাকর্মী ১, ইডব্লুএস ১, ওবিসি ১)। পোস্ট কোড ৪: আর্টিজান ট্রেনি (ওয়েল্ডার): ১৩ (অসংরক্ষিত ৪, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১, প্রাক্তন সেনাকর্মী ১)। পোস্ট কোড ৫: আর্টিজান ট্রেনি (ফিটার): ১৩ (অসংরক্ষিত ৫, ওবিসি ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজডাতি ১, ইডব্লুএস ১, প্রাক্তন সেনাকর্মী ১)। পোস্ট কোড ৬: আর্টিজান ট্রেনি (এমটিও মেকানিক টুল): ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ২, প্রাক্তন সেনাকর্মী ১, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৭: আর্টিজান ট্রেনি (মাইনিং): ১ (তপশিলি উপজাতি)। পোস্ট কোড ৮: আর্টিজান ট্রেনি (প্রোডাকশন): ৯ (অসংরক্ষিত ৯, প্রাক্তন সেনাকর্মী ১, অস্থি প্রতিবন্ধী ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষা হবে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

আবেদনের পদ্ধতি: www.cciltd.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।