কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অক্টোবর ২০১৯

393
0

আন্তর্জাতিক

  • চিলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। মেট্রো রেলের ভাড়া বাড়ানোর বিরুদ্ধে সেখানে আন্দোলনে নামলেন সাধারণ মানুষ। ১৯৯০ সালে ওগুস্তো পিনোশের সামরিক স্বৈরাচারী শাসন অবসানের পর এই প্রথম গণ আন্দোলনের চেহারা দেখল সান্তিয়াগো। সেখানে কারফিউ জারি করা হয়, পরে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখে প্রশাসন। ৪১টি মেট্রো স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে এদিন।
  • রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালির ভাসান চরে পুনর্বাসনের কথা জানাল বাংলাদেশ। এই চর যদিও বন্যাপ্রবণ তাও সেখানে ছয়-সাত হাজার রোহিঙ্গা শরণার্থী যেতে রাজি হয়েছেন বলে জানাল বাংলাদেশের শরণার্থী কমিশন।

 

জাতীয়

  • তুরস্ক সফর স্থগিত রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়ে এবং এফএটিএফ সম্মেলনে সন্ত্রাসে আর্থিক মদতদান নিয়ে কার্যত তুরস্ক পাকিস্তানেরই পাশে দাঁড়িয়েছিল। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা আনাদালু শিপইয়ার্ডকেও নিষিদ্ধ করল ভারত। ভারতে নৌবাহিনীর জাহাজ তৈরির বরাত পেল আনাদালু।
  • ফিলিপিন্স সফরে ম্যানিলায় মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
  • সংঘর্ষবিরতি ভেঙে জম্মু ও কাশ্মীরে হামলা চালাল পাকিস্তান। মৃত্যু হল ২ সেনা সহ ৩ জনের। পরে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের গোলাবর্ষণে ধ্বংস হল জঙ্গিদের ৪টি লঞ্চ প্যাড। পাকসেনা ও জঙ্গি মিলিয়ে মৃত্যু হল ২০ জনের।

 

বিবিধ

  • এন চন্দ্রশেখরন ও রুপা পুরুষোত্তমের লেখা ‘ব্রিজিটাল নেশন’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা

  • রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল। এদিন শতরান (১১৫) করলেন অজিঙ্ক রাহানে। টেস্টে এটি তাঁর একাদশ শতরান। ভারতের ওপেনার রোহিত শর্মা গতকাল শতরান করে অপরাজিত ছিলেন। এদিন তিনি থামলেন ২১২ রানে। টেস্টে এটি তাঁর প্রথম দ্বিশতরান। শতরানের মতো দ্বিশতরানেও তিনি পোঁছলেন ওভারবাউন্ডারি মেরে। সিরিজে ১৯টি ওভারবাউন্ডারি মেরে তিনি বিশ্বরেকর্ড করলেন। ঘরের মাঠে ১৮ টেস্টে এখন রোহিতের গড় ৯৯.৮৪ যা ডন ব্র্যাডম্যানের (৯৮.২২) থেকেও ভালো। এই সিরিজে এখনও পর্যন্ত রোহিতের রান ৫২৯। ভারতের পেস বোলার উমেশ যাদব ১০ বলে ৩১ রান করলেন। এই স্ট্রাইক রেট (৩১০) টেস্টে সর্বোচ্চ। এদিন দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৯ রান করল।
  • রাঁচির নেহরু স্টেডিয়ামে ষষ্ঠ আইএসএলের উদ্বোধন হল। উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্স ২-১ গোলে হারাল এটিকে কলকাতাকে।
  • বাংলাদেশে শেখ কামাল ট্রফির ম্যাচে লাওসের দল ইয়ং এলিফ্যান্টের কাছে ২-১ গোলে হেরে গেল মোহনবাগান।
  • ২০১৭ সালের পর ফের কোনো এটিপি সার্কিটে চ্যাম্পিয়ন হলেন অ্যান্ডি মারে। এদিন তিনি জিতলেন অ্যাটওয়ার্প টেনিসে।