ইন্ডিয়ান অয়েলে সারাদেশে ১৫৬২ অ্যাপ্রেন্টিস

741
0
haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া, গুয়াহাটি, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবয়, বঙ্গাইগাঁও ও পারাদ্বীপ তেলশোধনাগারে ১৫৬২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। রিফাইনারিওয়াড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: Guwahati- GR/P/APP/2019-20, Barauni- BR/HR/APPR/2019-20, Gujarat- JR/04/2019, Haldia- HR/RECTT/02/2019 (APP), Mathura- MR/HR/APP/2019-20, Panipat- PR/P/Apprentice/52 (2019-20), Digboi- DR/TA2019(2), Bongaigaon- BGR/Appr/2019/02, Paradip- PDR/HR/02/Apprentice-19.

শূন্যপদ, যোগ্যতা ও ট্রেনিংয়ের সময়সীমা: কোড ১০১: ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট, ডিসিপ্লিন কেমিক্যাল): গুয়াহাটি শূন্যপদ ৩৪, বারাউনি ৮৫, গুজরাট ৫১, হলদিয়া ৪০, মথুরা ২৫, পানিপথ ৬২, ডিগবয় ৫০, বঙ্গাইগাঁও ৪২, পারাদ্বীপ ১৮। যোগ্যতা: তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০২: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) ডিসিপ্লিন মেকানিক্যাল: গুয়াহাটি ৫, বারাউনি ৮, গুজরাট ৩৪, হলদিয়া ১০, মথুরা ২০, পানিপথ ৬২, বঙ্গাইগাঁও ১১, পারাদ্বীপ ৪। যোগ্যতা ম্যাট্রিকুলেশন সঙ্গে ফিটার ট্রেডে দু বছরের আইটিআই কোর্স। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০৩: ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়েলার) ডিসিপ্লিন মেকানিক্যাল: গুয়াহাটি ১৪, বারাউনি ১৪, গুজরাট ৮, হলদিয়া ২৬, মথুরা ১৫, ডিগবয় ৫, বঙ্গাইগাঁও ৬। যোগ্যতা তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। ট্রেনিংয়ের সময়সীমা ২৪ মাস।

কোড ১০৪: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন কেমিক্যাল: গুয়াহাটি ১৫, বারাউনি ৯, গুজরাট ৫১, হলদিয়া ৫০, মথুরা ২৫, পানিপথ ৫৮, ডিগবয় ৫, বঙ্গাইগাঁও ১৮, পারাদ্বীপ ৪০। যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০৫: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন মেকানিক্যাল: গুয়াহাটি ১৩, বারাউনি ৯, গুজরাট ৩৪, হলদিয়া ১০, মথুরা ২০, পানিপথ ১২, ডিগবয় ৩০, বঙ্গাইগাঁও ৩০, পারাদ্বীপ ৬। যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০৬: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন ইলেক্ট্রিক্যাল: গুয়াহাটি ১৭, বারাউনি ৯, গুজরাট ৪২, হলদিয়া ১০, মথুরা ২০, পানিপথ ৫৫, ডিগবয় ৩০, বঙ্গাইগাঁও ১২, পারাদ্বীপ ২০। যোগ্যতা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০৭: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন: গুয়াহাটি ৫, বারাউনি ৮, গুজরাট ২২, হলদিয়া ১০, মথুরা ১৫, পানিপথ ৯, ডিগবয় ১১, বঙ্গাইগাঁও ৯, পারাদ্বীপ ৭। যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১০৮: ট্রেড অ্যাপ্রেন্টিস, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: গুয়াহাটি ১০, বারাউনি ৫, গুজরাট ১১, হলদিয়া ৯, মথুরা ১০, পানিপথ ৭, ডিগবয় ১০, বঙ্গাইগাঁও ১০, পারাদ্বীপ ৩। যোগ্যতা তিন বছরের বিএ/ বিএসসি/ বিকম। ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস।

কোড ১০৯: ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট: গুয়াহাটি ২, বারাউনি ৩, গুজরাট ৩, হলদিয়া ৩, মথুরা ৩, পানিপথ ৪, ডিগবয় ২, বঙ্গাইগাঁও ২, পারাদ্বীপ ৪। যোগ্যতা তিন বছরের বিকম। ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস।

কোড ১১০: ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস): গুয়াহাটি ৫, বারাউনি ৩, গুজরাট ৬, হলদিয়া ৫, মথুরা ৫, পানিপথ ৫, ডিগবয় ৫, বঙ্গাইগাঁও ৫, পারাদ্বীপ ৩। যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস।

কোড ১১১: ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার): গুয়াহাটি ৪, বারাউনি ৩, গুজরাট ৫, হলদিয়া ৪, মথুরা ৫, পানিপথ ৪, ডিগবয় ৪, বঙ্গাইগাঁও ৪, পারাদ্বীপ ৩। অষ্টম শ্রেণি পাশ সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি এপারেটর স্কিল সার্টিফিকেট। ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। প্রার্থী যে-কোনো একটি রিফাইনারির জন্য আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন— হলদিয়া রিফাইনারির ক্ষেত্রে: ০৩২২৪-২২৩২৬২/২২৩২৭১/২২৩২৬৮, গুয়াহাটি রিফাইনারির ক্ষেত্রে: ০৩৬১-২৬৫৭০০১, বারাউনি: ০৬২৪৩-২৭৫২৪৫, ২৭৫২৬৬, ২৭৫২৪০, গুজরাট রিফাইনারি: ০২৬৫-২২৩৮১৫৪, মথুরা রিফাইনারি: ০৫৬৫-২৪১-৭১৩২/৭১৬০/৮১৫৩, পানিপথ রিফাইনারি: ০১৮০-২৫২-২০৪৮/২০৩৭/২০৪৬, ডিগবয় রিফাইনারি: ০৩৭৫১-২৬৩১৩৩/০৩৭৫১-২৬৩১৩১, বঙ্গাইগাঁও রিফাইনারি: ০৩৬৬৪-২৫৪৮৭১, পারাদ্বীপ রিফাইনারি: ০৬৭২২-২৫২০৪০। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।