কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ অক্টোবর ২০১৯

480
0

আন্তর্জাতিক

  • লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তাঁর সঙ্গে গোটা মন্ত্রিসভাই ইস্তফা দিল।
  • ইরাকের কারবালায় সরকারবিরোধী বিক্ষোভে অজ্ঞাতপরিচয় ও মুখোশধারী আততায়ীদের গুলিতে মৃত্যু হল ১৮ জনের। এর আগে বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৬২ জনের।
  • আইএস প্রধান আবু বকর আল বাগদাদির দেহাবশেষ সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে বলে জানালেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাক মিলি। এই অভিযানে বেলজিয়ান প্রজাতির একটি প্রশিক্ষিত কুকুর বিশেষ ভূমিকা নিয়েছিল। টুইটারে তার ছবি প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

 

জাতীয়

  • ৫ জন বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। কাশ্মীরের কুলগ্রামের কটরাসু গ্রামে এই ঘটনা ঘটেছে। আপেল বাগিচায় কাজ করতে প্রতি বছর কাশ্মীরে যেতেন তাঁরা। গত এক সপ্তাহে ৪ জন ট্রাক চালক সহ ভিনরাজ্যের ৬ জনকে কাশ্মীরের নানা স্থানে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বেসরকারি সফরে কাশ্মীর সফরের মাঝখানেই এই ঘটনা ঘটল।
  • সৌদি আরব সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির সলমন বিন আব্দুল আজিজ। যুবরাজ মহম্মদ বিন সলমন ছাড়াও সেখানকার পরিবেশ মন্ত্রী, শ্রমমন্ত্রী, কৃষিমন্ত্রী, শক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি।
  • ৩ বছরের শিশু সুজিত উইলসনকে উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হল। তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে গভীর নলকূপে পড়ে গিয়েছিল সে। টানা ৮০ ঘণ্টার চেষ্টার পর এদিন তার মরদেহ তুলে আনা হল গভীর গর্ত থেকে।

 

বিবিধ

  • প্রজেক্ট পশিবল ১৪/৭ সম্পূর্ণ করলেন নির্মল পুরজা। ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতা সম্পন্ন বিশ্বের ১৪টি পর্বতশৃঙ্গ ৭ মাসে জয় করার পরিকল্পনা নিয়েছিলেন নেপালের নাগরিক পুরজা। ব্রিটিশ রয়্যাল মেরিনের প্রাক্তন সদস্য পুরজা মাত্র ১৯০ দিনে সেই লক্ষ্য পূর্ণ করলেন। এদিন চিনের শিশাপাঙ্গমা শৃঙ্গ জয়ের সঙ্গে-সঙ্গে রেকর্ড করলেন তিনি। তিনি ভাঙলেন দক্ষিণ কোরিয়ার কিম চাং হোয়ের ৭ বছর ১০ মাস ৬ দিনে করা রেকর্ডটি।

 

খেলা

  • ভারতে প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট খেলা হবে ইডেনে। নভেম্বর মাসের ২২-২৬ তারিখে ভারত ও বাংলাদেশের মধ্যে এই খেলা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা আছে। বিসিসিআই সূত্র এখবর জানাল।
  • বাংলাদেশে শেখ কামাল আন্তর্জাতিক কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার তেলেঙ্গানু এফসি দলের কাছে ২-৪ গোলে হেরে গেল মোহনবাগান।
  • বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি। তাঁকে ম্যাচ গড়াপেটার জন্য প্রস্তাব দিয়েছিলেন জনৈক বুকি দীপক আগরওয়াল যা তিনি গোপন রেখেছিলেন।