কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর ২০১৯

433
0

আন্তর্জাতিক

  • ‘ফায়ার ড্রিম ফ্রাইডেজ’-এ গ্রেপ্তার করা হল হলিউডের অভিনেত্রী ৮১ বছরের জেন ফন্ডাকে। জলবায়ু পরিবর্তন নিয়ে ওয়েলিংটনের ক্যাপিটল হিলের সেনেট হার্ট বিল্ডিংয়ে শান্তিপূর্ণ ধর্নায় বসে গ্রেপ্তার হলেন তিনি। ফন্ডা প্রতি শুক্রবারই বিক্ষোভে বসছেন। তিনি এই নিয়ে চতুর্থবার বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হলেন।
  • দক্ষিণপন্থী মতাদর্শের প্রভাব কমাতে ‘নাৎসি জরুরি অবস্থা’ জারি করা হল পূর্ব জার্মানির ড্রেসডেন শহরে।
  • হংকংয়ে চিনের সরকারি মাধ্যম জিনহুয়ার দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ। কালো পোশাক ও মুখোশ পরে তাঁরা বিক্ষোভ দেখান। ওই দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুনও লাগিয়ে দেওয়া হয়।

 

জাতীয়

  • মেঘালয়ে ইনার লাইন পারমিট চালুর প্রস্তাব মানেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার রাজ্য সরকারই অন্যান্য রাজ্যের অধিবাসীদের মেঘালয়ে প্রবেশ সংক্রান্ত নতুন নির্দেকিা জারি করল আবাসিক সুরক্ষা ও নিরাপত্তা আইনের সংশোধনী অনুযায়ী। সেই নির্দেশিকা অনুযায়ী পর্যটক, ব্যবসায়ী শ্রমিক বা কাজের জন্য মেঘালয়ে যাওয়া মানুষকে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে।

 

বিবিধ

  • গত ৭ বছরে দেশ থেকে পণ্য রপ্তানি বেড়েছে মোট ৮.১৭ শতাংশ (২৫০০ কোটি ডলার)। পরিষেবা ক্ষেত্রে বাণিজ্য উদ্বৃত্ত ৮৩ কোটি ডলার ও পণ্য ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি ৫০৭৪০ কোটি ডলার। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক এমনই দাবি করল।
  • মুখ থুবড়ে পড়েছিল ব্রিটিশ পর্যটন সংস্থা টমাস কুক। ১.১ কোটি পাউন্ড দিয়ে সংস্থাটি কেনার কথা জানাল চিনের পর্যটন সংস্থা ফোসান।

 

খেলা

  • রাগবি বিশ্বকাপ জিতল দক্ষিণ আফ্রিকা। এদিন ইয়াকোহামায় ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল।
  • টোকিয়ো অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। মেয়েদের ফিরতি ম্যাচে এদিন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারলেও দুই ম্যাচ মিলিয়ে মোট ৪-৬ গোলে জয়ের সুবাদে এই যোগ্যতা অর্জন করল। বাছাই পর্বে ছেলেরাও দুই ম্যাচে মিলিয়ে রাশিয়াকে ১১-৩ গোলে হারিয়ে একই যোগ্যতা অর্জন করল।
  • আইসিসি মহিলাদের একদিনের চ্যাম্পিয়নশিপে ভারত ৩ রানে হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে।