কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর ২০১৯

451
0

আন্তর্জাতিক

  • গাজা ভূখণ্ডে ইজারায়েলি সেনার হামলায় ২৪ জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হল। নিহতদের মধ্যে গাজা ভূখণ্ডের জঙ্গি সংগঠন ইসলামি জেহাদ-এর শীর্ষ নেতা বাহা আবু আল আট্টার রয়েছেন বলে জানা গেছে। প্যালেস্তাইনের পালটা হানায় ২৫ জন জখম হয়েছেন। ইজরায়েলের সেনা একই সঙ্গে সিরিয়ার রাজধানী দামাস্কাসেও রকেট হামলা চালিয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। ওই একই জঙ্গি গোষ্ঠীর সামরিক নেতা আক্রম আল আজোরি এই হামলার লক্ষ্য ছিলেন বলে জানা গিয়েছে।
  • বলিভিয়ায় প্রবল জনবিক্ষোভে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইভো মোরালেস। তিনি দেশ ছেড়ে মেক্সিকোয় আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী নেতা জেনিন অ্যানেজ নিজেকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলেন। সেনেটে শপথও নিলেন তিনি। যদিও ইভোপন্থী সাংসদদের বেশিরভাগই গা ঢাকা দেওয়ায় সেনেট এখন অর্ধেক খালি।

 

জাতীয়

  • প্রধান বিচারপতির দপ্তরও তথ্য জানার অধিকার আইনের আওতায় থাকছে। ২০১০ সালে দিল্লি হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এবং সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন এই রায় দিল। এমনকি কলেজিয়ামের প্রস্তাবও প্রকাশ করা যাবে, তবে কেন কোন নাম প্রস্তাব করা হয়েছিল তা প্রকাশ করা যাবে না বলে রায়ে বলা হয়েছে।
  • অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যাকে সাম্মানিক ডিলিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

 

বিবিধ

  • গত অক্টোবর মাসে দেশে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার ৪.৬২ শতাংশ বৃদ্ধি পেল। বৃদ্ধির হার ১৬ মাসের মধ্যে সব থেকে বেশি।
  • প্রতি ডলারে টাকার দাম বেড়ে হল ৭২.০৯। এটি গত ২ মাসের মধ্যে সব থেকে খারাপ।
  • লেনদেন সংক্রান্ত ভারতীয় অ্যাপ ভীম বিদেশে পা রাখল। এদিন সিঙ্গাপুরে আর্থিক প্রযুক্তি সম্মেলনে এই অ্যাপটির বিদেশে পথ চলার সূচনা হল।

 

খেলা

  • হংকং ওপেনের প্রথম রাউন্ডে জিতলেন পি ভি সিন্ধু। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সাইনা নেহাওয়াল।
  • ‘ক্রিকেট জীবনে বিভীষিকা ছিলেন হরভজন সিং।’ একটি সাক্ষাৎকারে এদিন এই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।