স্টাফ সিলেকশনের সিজিএল ২০১৭-র চূড়ান্ত ফল বেরোল

413
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল। বিভিন্ন কাট-অফ মার্কসও প্রকাশিত হল। কিছু পদের জন্য অবশ্য কম্পিউটার দক্ষতার পরীক্ষায় সফল হওয়াও বাধ্যতামূলক। সিবিডিটি ও সিবিআইসি-র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিএসটিতে সফল হওয়াও বাধ্যতামূলক। টিয়ার-টুতে সফল হয়েছিলেন ৩৫৯৯০ জন। মোট ঘোষিত ৮১২১ শূন্যপদের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ৮১২০ জনের নাম। এই ফলাফল অবশ্য শীর্ষ আদালতের একটি মামলার নিষ্পত্তির ওপর নির্ভর করছে। বিশদ ফলাফল সংক্রান্ত হিসাব ও প্রাসঙ্গিক ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে (ফল দেখা যাবে https://ssc.nic.in/Portal/Results ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে): https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Result_Writeup_latest_15112019.pdf

বিভিন্ন পদের রাজ্য/জোন ভিত্তিক শূন্যপদের তালিকা (18/01/2017-C-1/1(Vol.II), তারিখ ১৫ নভেম্বর) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FinalCGLE_2017vacancy_15.11.2019.pdf

২০১৭-র সিজিএল পরীক্ষায় দিল্লি উচ্চ আদালতের একটি মামলার রায় মোতাবেক অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের টিয়ার-টুয়ের ফলও পুনর্মূল্যায়ন ও পরিমার্জিত হয়েছে (দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে ওপরে বলা পেজে দেওয়া লিঙ্কে), নতুন ৩৪০ জন সফল হয়েছেন, আগের তালিকার ৪৪ জন বাদ গেছেন। সেই সংক্রান্ত ১৫ নভেম্বরের ঘোষণা (File No.18/01/2017-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Write%20up%20-%20Revised%20result%20of%20Tier%20II%20of%20CGLE%202017.pdf