কলকাতা মিউনিসিপ্যালিটিতে ৮৯ ইঞ্জিনিয়ার নিয়োগ

3092
0
Engineer job

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৮৯ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ০৮/২০১৯।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি এ ১)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ৩৬ (অসংরক্ষিত ১৯, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৪, ওবিসি বি ৩)। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২৩ (অসংরক্ষিত ১২, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৩, ওবিসি বি ১)। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২৩ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)।

বেতনক্রম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল) পদে পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল) পদে পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ৯০০০-৪০৫০০ টাকা, গ্রেড পে ৪৪০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৭ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিগ্রি বা সমতুল। এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ‘ও’ লেভেল পাশ করে থাকা বাঞ্ছনীয়।

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল): স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা বা সমতুল। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং কাজে এক বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদেনর ফি: ২০০ টাকা (১৫০ টাকা আবেদনের ফি+৫০ টাকা প্রসেসিং ফি)। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, তাঁদের শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। সবক্ষেত্রেই ব্যাঙ্ক চার্জ বাবদ বাড়তি ২০ টাকা লাগবে।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবাসইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। https://www.mscwb.org/home/download/ODl4dWYxdUM2azBsTjg1RUJuZDNRU3FoZi9hTjVaclMwaS9TSVNsemIzYTB6bENWWjkxb0FMTmwvMU53dXBGc1VFYlZIa0tUcDJITU8vNHp4MjR3cXBTeGRlMUpSekwyL0lpSEhZVDQwM2trOGg4SHQzMEdGZ0NvdHlrS1lqTGg= লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।