কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০১৯

357
0

আন্তর্জাতিক

  • সুইডেনের স্টকহলমের হলে নোবেল পুরস্কার দেওয়া হল। সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ পদক ও ডিপ্লোমা তুলে দিলেন পুরস্কার প্রাপকদের হাতে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ধুতি পাঞ্জাবি পরে ও এতস্থার দুফলো শাড়ি পরে পুরস্কার গ্রহণ করলেন। ১৯৭৯ সালে মাদার টেরিজার পরে দ্বিতীয় কোনো প্রাপক শাড়ি পরে নোবেল পুরস্কার নিলেন।
  • পাকিস্তান যদি তালিবান জঙ্গিদের আশ্রয় প্রদান বন্ধ করে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের যুদ্ধ থামানো সম্ভব। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে এই মন্তব্য করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার সেনেটের লিন্ডসে গ্রাহাম।

 

জাতীয়

  • নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন ৬০০ জনের বেশি বিশিষ্ট জন। এই বিলের বিরুদ্ধে এদিন ধর্মঘট ডাকা হয়েছিল উত্তরপূর্ব ভারতে। এই বিল ভারতের ধর্মীয় বহুত্ববাদের মূল গণতান্ত্রিক ভিতের উপর আঘাত বলে মন্তব্য করল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানকার স্বশাসিত সংস্থা ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে মার্কিন প্রশাসনের কাছে। বিলটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
  • বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসাবে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের ভূমিকা সীমাবদ্ধ করে একটি বিল পেশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়।

 

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১১৯৩২ কোটি টাকার অনুৎপাদক সম্পদ হিসাবে দেখায়নি বলে জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।
  • ঢাকা থেকে দার্জিলিং ও সিকিমে পরীক্ষামূলকভাবে বাস চালানোর কথা জানাল বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন।
  • গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে প্রথম দশটি দেশের মধ্যে ঠাঁই পেল ভারত। এদিন মাদ্রিদে সিওপি-২৫ শীর্ষ সম্মেলনে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইনডেক্স প্রকাশিত হল। সেখানে এই তথ্য প্রকাশিত হয়েছে।

 

খেলা

  • আই লিগে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসি। অন্যদিকে ইস্টবেঙ্গল ৪-১ গোলে হারাল নেরোকা এফসিকে।
  • কানাডার বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এই প্রথম কানাডায় বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন কোনো টেনিস খেলোয়াড়।
  • ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টার ব্যাডমিন্টন প্রশিক্ষণ অ্যাকাডেমির উদ্বোধন হল নয়াদিল্লিতে।
  • মেয়েদের আই লিগে ১৪ রাজ্যের ১০৮টি দল অংশ নিতে আবেদন জানিয়েছে বলে জানাল ভারতের ফুটবল ফেডারেশন।