কটন কর্পোরেশনে ৬৯ ম্যানেজমেন্টে ট্রেনি, জুনিয়র এগজিকিউটিভ, জুনিয়র অ্যাসিঃ

598
0

কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীন আধাসরকারি দ্য কটন কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৬৯ জন ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

শূন্যপদ: পোস্ট কোড ১৬: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ১৭: ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ১৮: জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)। পোস্ট কোড ১৯: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ১৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ২০: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

বয়সসীমা: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং, অ্যাকাউন্টস) পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বাকি পদগুলির বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সবক্ষেত্রেই ১ অক্টোবর ২০১৯ তারিখের হিসাবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): এগ্রি বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ/ এগ্রিকালচার সম্পর্কিত এমবিএ।

ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): সিএ/ সিএমএ/ এমবিএ (ফিনান্স)/ এমএমএস/ এমকম বা বাণিজ্য শাখায় সমতুল স্নাতকোত্তর ডিগ্রি।

জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর) নিয়ে বিএসসি এগ্রিকালচার।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর) নিয়ে বিএসসি এগ্রিকালচার।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) বিকম।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষাকেন্দ্র– কলকাতা, মুম্বই/নবি মুম্বই, হায়দরাবাদ, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পাটনা।

আবেদনের ফি: ১০০০ টাকা (আবেদনের ফি ৭৫০ টাকা+ ইন্টিমেশন চার্জ ২৫০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না, ইন্টিমেশন চার্জ বাবদ ২৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.cotcorp.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।