কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জানুয়ারি ২০২০

393
0

আন্তর্জাতিক

  • ময়মনসিংহ থেকে সুফি বাউল শিল্পী শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করল বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্মদ্রোহের মামলা করল পুলিশ। মির্জাপুরের একটি মাদ্রাসা শিক্ষক শরিয়তের বিরুদ্ধে নালিশ করেছিলেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তমনারা। তঁদের অভিযোগ, মৌলবাদীরা বার-বার সুফি বাউল শিল্পীদের নির্যাতন করছে।
  • জর্ডনের রাজকুমারী সালমা জর্ডনের ইতিহাসে প্রথম মহিলা পাইলট হয়ে ইতিহাস তৈরি করলেন। ২০১৮ সালে ব্রিটেনের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হন সালমা। দেশে ফিরে সেনার যাবতীয় পরীক্ষায় সফল হন তিনি। ১৯ বছরের সালমাকে এদিন দেশের রাজা তথা জর্ডন সেনাবাহিনীর সর্বোচ্চ কাম্যান্ডার তথা সালমার বাবা দ্বিতীয় আবদুল্লা ‘উইস’ পরিয়ে সেনাবাহিনীতে নিযুক্ত করলেন একজন পাইলট হিসেবে।

জাতীয়

  • দেশে ব্যবহৃত সমস্ত ড্রোনের নথিভুক্তি বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। এজন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হল। ২০১৮ সালের ২৭ অগস্ট ২৫০ গ্রাম পর্যন্ত ওজনের ড্রোনের নথিভুক্তিতে ছাড় দেওয়া ছিল।
  • কাশ্মীরে তুষারধসে মৃত্যু হল ৯ জনের। তাঁদের মধ্যে ৩ জন সেনা জওয়ান। মৃতদের মধ্যে রয়েছেন বিএসএফ-এর জওয়ান তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা গঙ্গা বড়া (২৯)।
  • সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল কেরল রাজ্য সরকার। এই প্রথম কোনো রাজ্য এ বিষয়ে আদালতের দ্বারস্থ হল।

 

বিবিধ

  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদে দেবব্রত পাত্রকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। আইআইটি বম্বে থেকে অর্থনীতি নিয়ে পিএইচডি করেছেন পাত্র। বর্তমানে তিনি রিজার্ভ ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত।
  • বেঙ্গালুরুর শ্রীগুরু রাঘবেন্দ্র সমবায় ব্যাঙ্কে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক। মুম্বইয়ে পিএসসি ব্যাঙ্কের পর দ্বিতীয় কোনো ব্যাঙ্কে অনুরূপ ঘটনা ঘটল।

 

খেলা

  • ২ বছর পর সার্কিটে ফিরলেন সানিয়া মির্জা। ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগিতার ডাবলসে জয় পেলেন তিনি, উঠলেন কোয়ার্টার ফাইনালে।
  • মুম্বইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০ উইকেটে পরাস্ত হল ভারত। দুই ওপেনারের জোড়া শতরানে ভর করে ১২.২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার (অপরাজিত ১২৮) এবং অ্যারন ফিঞ্চ (অপরাজিত ১১০) এর জুটিতেই ২৫৮ রান উঠল। ম্যান অব দ্য ম্যাচ হলেন ওয়ার্নার। ১৫ বছর পর দেশের মটিতে ১০ উইকেটে হারল ভারত।
  • আই লিগে পয়েন্টের বিচারে শীর্ষস্থানে উঠল মোহনবাগান। এদিন পাঞ্জাব এফসির সঙ্গে তাদের ম্যাচ ১-১ গোলে ড্র হল।