কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জানুয়ারি ২০২০

389
0

আন্তর্জাতিক

  • ইয়েমেনে হুথি জঙ্গিদের হামলায় শতাধিক সেনার মৃত্যু হল। জখম হলেন ৫০ জন। রাজধানী সানা থেকে ১৭০ কিমি দূরে মারিব প্রদেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ওই হামলা চানানো হয়। সেনাবাহিনীর সদস্যরা যখন একটি মসজিদে প্রার্থনা করছিলেন তখন হামলা চালানো হয়।
  • আফ্রিকার পশ্চিম উপকূলে ভাসতে থাকা একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২০ জন ভারতীয় নাবিককে পণবন্দি করেছিল জলদস্যুরা। তাদের হেফাজতে মৃত্যু হল একজনের। বাকি ১৯ জনকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।
  • তেহেরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়া যাত্রীবিমানের ব্ল্যাক বক্স তদন্তের স্বার্থে ইউক্রেনে পাঠাতে রাজি বলে জানাল ইরান।

 

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে ধরা পড়া এবং পুলিশের সাসপেন্ড হওয়া ডিএসপি দেবেন্দ্র সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল এনআইএ। সংসদ হামলায় যুক্ত পাক জঙ্গি মহম্মদকে ১৯৯০ সালে কাশ্মীর থেকে তিনি পালানোর সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ।
  • উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রাক্তন আইএএস করণ গোপীনাথকে আটক করল পুলিশ। নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে একটি জমায়েতে তাঁর বক্তব্য রাখার কথা ছিল।

বিবিধ

  • কেরালার চেরুভাল্লিতে একটি মসজিদে বসল হিন্দু বিয়ের আসর। অঞ্জু ও শরতের বিয়ে অনুষ্ঠিত হল জামাতে মসজিদের উদ্যোগেই। অন্যদিকে বেঙ্গালুরুর ১৭০ বছরের পুরনো একটি মসজিদ অমুসলিমদের জন্য দরজা খুলে দিল।

খেলা

  • বেঙ্গালুরুতে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন রোহিত শর্মা। এদিন তিনি শতরান করলেন (১৩১)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৮৯তম শত রান। অধিনায়ক হিসাবে তিনি দ্রুততম ৫০০০ রানও করলেন একদিনের ক্রিকেটে (৮১ ইনিংস)। তিনি ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেলেন।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত প্রথম ম্যাচে ৯০ রানে হারাল শ্রীলঙ্কাকে।
  • রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে বাংলার হয়ে অপরাজিত শতরান (১৫৬) করলেন মনোজ তেওয়ারি।
  • আই লিগে এ মরসুমের প্রথম সাক্ষাতে মোহনবাগান ২—১ গোলে হারাল ইস্টবেঙ্গলকে।