কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জানুয়ারি ২০২০

410
0
Rohingya Muslims, who crossed over from Myanmar into Bangladesh, wait in queues to receive aid at Kutupalong refugee camp in Ukhiya, Bangladesh, Wednesday, Nov. 15, 2017. Secretary of State Rex Tillerson said Wednesday that the U.S. is deeply concerned by "credible reports" of atrocities committed by Myanmar's security forces and called for an independent investigation into a humanitarian crisis in which hundreds of thousands of Muslim Rohingya have fled to Bangladesh. (AP Photo/A.M. Ahad)

আন্তর্জাতিক

  • নতুন করে দাবানল ভয়াবহ হয়ে উঠল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হল ১০০ ডিগ্রি সেলসিয়াস। ক্যানবেরা বিমানবন্দর থেকে শুধুমাত্র আগুন নেভাবার বিমানগুলিই ওঠানামা করতে পারছে। এদিন সেরকমই একটি হারকিউলিস সি ১৩০ বিমান নিউ সাউথ ওয়েলসের পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ল। প্রাণহানি হল ৩ জন নাগরিকের।
  • সংক্রামক রোগের প্রকোপ ঠেকাতে ৫টি শহরকে ‘লক ডাউন’ বা অবরুদ্ধ ঘোষণা করল চিন। করোনা ভাইরাসে ১৮ জনের মৃত্যুর পর তারা এই পদক্ষেপ নিল। উহান, হুয়াংগ্যাং, ইঝে্াও প্রভৃতি শহর রয়েছে লক ডাউনের তালিকায়। ওই শহরগুলিতে বিমান ওঠানামা করবে না। ট্রেন, বাস, দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। ২৫ তারিখ চিনা নববের্ষর আগে এই ঘটনায় স্থানীয় শহরগুলিতে ক্ষোভ দেখা দিয়েছে।
  • রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছিল মায়ানমারে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস তাদের অন্তর্বর্তী রায়ে এ কথা উল্লেখ করল।

 

জাতীয়

  • ২০২০ সালের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো উপস্থিত থাকবেন বলে এদিন জানানো হল। মিলিটারি অফিসার, লেখক, রাজনীতিবিদ এই রাষ্ট্রপ্রধান নানা সময়ে বিভিন্ন বিতর্কে নিজেকে জড়িয়েছেন। অ্যামাজনের বিস্তীর্ণ অঞ্চলকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার অনুমতি দিয়ে ইতিমধ্যে তিনি ‘পরিবেশ বিদ্বেষী’ হিসেবে চিহ্নিত হয়েছেন পৃথিবীর সর্বাধিক আখ উৎপাদক দেশের এই রাষ্ট্রপতি। চরম দক্ষিণপন্থী এই রাষ্ট্রনায়কের ভারতে প্রজাতন্ত্র দিবসে নিমন্ত্রণ উপলক্ষে একদল সমাজকর্মী বিরোধিতায় সরব হয়েছেন।
  • ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ দিনে ৫ জনের মৃত্যু হল। এরা সকলেই সশস্ত্র চোরাচালানকারী বলে জানানো হয়েছে।
  • যথাযথ মর্যাদায় সারা দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মজয়ন্তী পালিত হল।
  • ‘কেবল দোষীদের অধিকার নয়, নির্যাতিতদের অধিকারের দিকটিও সুপ্রিম কোর্টকে দেখতে হবে।’ নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি নিয়ে টালবাহানা প্রসঙ্গে এ কথা বললেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

 

 বিবিধ

  • শত্রু সম্পত্তি বিক্রি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আন্তঃমন্ত্রক গোষ্ঠী তৈরি করল কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে ১ লক্ষ কোটি টাকা আয় হতে পারে। প্রসঙ্গত, ভারত থেকে পাকিস্তান ও চিনে চলে যাওয়া সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত। চিনের নাগরিকদের রেখে যাওয়া ১২৬টি সম্পত্তি রয়েছে মেঘালয়, পশ্চিমবঙ্গ ও অসমে। পাকিস্তানের নাগরিকদের ফেলে যাওয়া ৯২৮০টি সম্পত্তির ৪৯৯১টি উত্তরপ্রদেশে, ২৭৩৫টি পশ্চিমবঙ্গে। ৪৮৭টি দিল্লিতে রয়েছে।
  • প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, আইনজীবী অনিন্দ্য মিত্র, প্রাক্তন মুখ্যসচিব অমিত কিরণ দেব, উপাচার্য সৈকত মিত্র, মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায় সহ সমাজের নানা ক্ষেত্রে বিশিষ্ট অবদানকারী বাঙালির উপস্থিতিতে শুরু হল আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সারাবিশ্বে ৩০ কোটি বাংলা ও বাঙালির মেলবন্ধন ঘটাতেই এই সম্মেলন।

 

খেলা

  • আইলিগের খেলায় মোহনবাগান ৩-০ গোলে হারাল নেরোকা এফসি দলকে। পয়েন্টের বিচারে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান। ৯টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২০। তাদের সব থেকে কাছে যে পাঞ্জাব এফসি দল সমসংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট ১৪।
  • চোটের কারণে অস্ট্রেলিয়ার ওপেনের ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা। একই কারণে আগেই মিক্সড ডাবলস থেকেও সরে গিয়েছিলেন তিনি।
  • ইস্টবেঙ্গলের ফুটবল দলের কোচ আলেজান্দ্রোর পরিবর্তে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন এক সময়ে তাঁরই সহকারী মারিও রিভেরো। ইস্টবেঙ্গলে কোচ ছাড়াও আলেজান্দ্রোর দোভাষী হিসাবে কাজ করতেন। মতান্তর হওয়ায় রিভেরো দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন।এবার স্বাধীন ভাবে ইস্টবেঙ্গল দলের কোচের দায়িত্ব গ্রহণ করলেন রিভেরো।