আলিপুরদুয়ারে ১৩৪ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

2760
0
Hooghly Anganwadi Recruitment 2023

আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

ব্লক অনুযায়ী শূন্যপদ: আলিপুরদুয়ার ওয়ান মেই্ন আইসিডিএস প্রোজেক্ট (সালকুমার ১ গ্রাম পঞ্চয়েত, সালকুমার ২ গ্রাম পঞ্চায়েত, পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত, পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, চকোয়াক্ষেতি গ্রাম পঞ্চায়েত, মথুরা গ্রাম পঞ্চায়েত): শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।

আলিপুরদুয়ার টু মেইন আইসিডিএস প্রোজেক্ট (পারোকাটা গ্রাম পঞ্চায়েত, ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত, চাপারেরপার ১ গ্রাম পঞ্চায়েত, চাপারেরপার ২ গ্রাম পঞ্চায়েত, মাঝেরদাবড়ি গ্রাম পঞ্চায়েত): ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

আলিপুরদুয়ার টু এডিডিএলএল আইসিডিএস প্রোজেক্ট (তুরতুরি গ্রাম পঞ্চায়েত, কোহিনূর গ্রাম পঞ্চায়েত, শামুকতলা গ্রাম পঞ্চায়েত, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত, তাতপাড়া ১ গ্রাম পঞ্চায়েত, তাতপাড়া ২ গ্রাম পঞ্চায়েত): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

আলিপুরদুয়ার মাদারিহাট আইসিডিএস প্রোজেক্ট (শিশুঝুমরা, বান্দাপানি, বীরপাড়া ১, বীরপাড়া ২, লঙ্কাপাড়া): ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

কালচিনি মেইন আইসিডিএস প্রোজেক্ট (চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত, গাড়োপাড়া গ্রাম পঞ্চায়েত, কালচিনি গ্রাম পঞ্চায়েত, রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত): ১৩ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।

কালচিনি এডিডিএল আইসিডিএস প্রোজেক্ট (দলসিংপাড়া, জয়গাঁ ১, জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েত): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

কালচিনি এডিডিএল ওয়ান আইসিডিএস প্রোজেক্ট (লাটাবাড়ি, মালাঙ্গী, মেন্দাবাড়ি, সাতালি): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রোজেক্ট (আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর ১ ও ওয়ার্ড নম্বর ২): ১ (অসংরক্ষিত)।

কুমারগ্রাম মেইন আইসিডিএস প্রোজেক্ট, নোটিফিকেশন নম্বর ১৯/আইসিডিএস/কেএমডি(এনকেএস গ্রাম পঞ্চায়েত, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত, চাঙমারি গ্রাম পঞ্চায়েত, ভলকা ১, ভলকা ২): ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

কুমারগ্রাম এডিডিএল, নোটিফিকেশন নম্বর ২১/আইসিডিএস/কেএমজি (কামাখ্যাগুড়ি ১, কামাখ্যাগুড়ি ২, খোয়ারডাঙ্গা ১, খোয়ারডাঙ্গা ২, রায়ডাক, তুরতুরি খাণ্ডা): ২৩ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

কুমারগ্রাম মেইন, নোটিফিকেশন নম্বর ১৮/আইসিডিএস/কেএমজি: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

কুমারগ্রাম এডিডিএল, নোটিফিকেশন নম্বর: ২০/আইসিডিএস/কেএমজি: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

ফালাকাটা মেইন আইসিডিএস প্রোজেক্ট (ফালাকাটা ১ গ্রাম পঞ্চায়েত, ফালাকাটা ২, মাইরাডাঙ্গা, পরঙ্গেরপার, গুয়াবারনগর, সালকুমার): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

ফালাকাটা অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্ট (জায়েশ্বর ১ গ্রাম পঞ্চায়েত, জটেশ্বর ২, ধনিরামপুর ১, ধনিরামপুর ২, দলগাঁও গ্রাম পঞ্চায়েত, দলগাঁও পঞ্চায়েত): ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৭৫ থেকে ১ জানুয়ারি ২০২০ সালের মধ্যে)।

যোগ্যতা: দশম শ্রেণি পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের উল্লেখিত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নোটিফিকেশনের দিনের ৬ মাস আগের মধ্যে হতে হবে, তার থেকে পুরোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। কাস্ট সার্টিফিকেট সাব-ডিভিশনাল অফিসারের ইস্যু করা হতে হবে তা না হলে সংরক্ষণের সুবিধা পাবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ভাইভা-ভোসির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.eapplyicdsalipurduar.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। মাদারিহাট, কালচিনি এবং মাদারিহাট ব্লকের ক্ষেত্রে আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত, বাকি ব্লকগুলির ক্ষেত্রে আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫.৩০ পর্যন্ত।

https://eapplyicdsalipurduar.in/Panel/notifications# লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিগুলি দেখতে পাওয়া যাবে।