জেনারেল নলেজ : রেল, ব্যাঙ্ক, এসএসসি সহ একাধিক পরীক্ষার জন্য

1680
0
GK, General Knowledge, Exam Preparation

ONE LINER General Knowledge  (Part 2)

 

1) সূর্যালোক পৃথিবীতে পৌঁছতে কত সময় নেয় ?

– প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড

 

2) বায়োলজি শব্দের প্রবর্তক কে ?

– লামার্ক

 

3) কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে ?

– ভিটামিন E

 

4) মানব দেহে সুষুন্মা স্নায়ু কত জোড়া ?

– ৩১ জোড়া

 

5) বাইল বা পিত্ত কোথায় উৎপন্ন হয় ?

– যকৃৎ

 

6) সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

– কার্বন-ডাই-অক্সাইড (CO2)

 

7) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় কিসের সাহায্যে ?

– অক্স্যানোমিটার যন্ত্রের সাহায্যে

 

8) বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শুষে নেয় ?

– ওজন গ্যাস

 

9) কোন প্রাণীর শ্রবণ শক্তি নেই ?

– সাপ

 

10) লোহিত রক্তকণিকার গড় আয়ু কত ?

– ১২০ দিন

 

11) পারদ জলের তুলনায় কত গুণ ভারী ?

– ১৩.৬ গুণ

 

12) পোড়া চুনের রাসায়নিক নাম কী ?

– ক্যালশিয়াম অক্সাইড

 

13) লোহার মরিচের রাসায়নিক নাম ?

– ফ্যারিক অক্সাইড

 

14) উদ্ভিদের কোষপ্রাচীর গঠিত হয় কী  দিয়ে ?

– সেলুলোজ

 

15) মানুষের বিশ্রামের সময় কোথায় রক্ত প্রবাহ  বাড়ে ?

– কিডনি

 

16) অগ্ন্যাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় ?

– ইনসুলিন

 

17) কোন শ্রেণির লিভারে সবসময় বেশি বল প্রয়োগ করে কম ভার তোলা হয় ?

– তৃতীয় শ্রেণির লিভার (সাঁড়াশি, চিমটা, লাঙল ইত্যাদি)

 

18) রোধের ব্যবহারিক একক কী ?

– ওহম

 

19) রক্তে স্বাভাবিক গড় উষ্ণতা কত ?

– ৩৭.৫° C

 

20) ফেরেলের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত ?

– বায়ুপ্রবাহ

 

 

 

 

 

GK, General Knowledge, Exam Preparation