কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারী ২০২০

627
0

আন্তর্জাতিক

  • সন্ত্রাসে আর্থিক মদতের মামলায় অবশেষে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ এবং তার সহযোগী জাফর ইকবালকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের আদালত। লাহোরের সন্ত্রাস দমন আদালত লাহোর ও ওজরানওয়ালা আদালতে দায়ের হওয়া দুটি মামলায় তাদের সাড়ে পাঁচ বছর করে কারাদণ্ড দিল। একই সঙ্গে দুটি সাজা চলায় তা মোট সাড়ে পাঁচ বছরই থাকছে। প্যারিসে ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠকের ৪ দিন আগে এই সাজা দেওয়া হল।
  • চিনের পর আরও কয়েকটি দেশে করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর আকার নিতে পারে বলে সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত চিনে এই রোগ সংক্রমণে মৃত্যু হয়েছে ১১১৫ জনের। এদিকে এই সংক্রমণের আতঙ্কে গত ৩ ফেব্রুয়ারি থেকে টোকিও বন্দরে ঠায় দাঁড়িয়ে আছে জাপানি জাহাজ ডায়মন্ড প্রিন্সেস। সেখানে যে ৩৮ জনের দেহে রোগ সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে তাঁদের মধ্যে ২ জন ভারতীয় রয়েছেন। আদতে তাঁরা মহারাষ্ট্রের বাসিন্দা।

 

জাতীয়

  • ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা ও উপসাগরীয় দেশগুলির ২৫ জন প্রতিনিধি কাশ্মীরের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করলেন।
  • পার্সি সম্প্রদায়ের উপাসনা গৃহে প্রবেশের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানি সরাসরি বৈদ্যুতিন মাধ্যমে সম্প্রচার করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেশের যে-কোনো উচ্চ আদালতে এই প্রথম কোনো মামলা সরাসারি সম্প্রচারিত হতে চলেছে।

 

বিবিধ

  • জানুয়ারি মাসে দেশে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৫৯ শতাংশ। এই হার গত ৬৮ মাসে সব থেকে বেশি। অন্যদিকে গত ডিসেম্বর মাসে দেশের শিল্পোৎপাদন সরাসরি ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য প্রকাশ করল।

 

খেলা

  • মহিলাদের ত্রিদেশীয় টি২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ফাইনালে তারা ১১ রানে হারাল ভারতকে।
  • আই লিগে গোকুলম এফসি ১-০ গোলে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিকে। পয়েন্টের বিচারে মোহনবাগান ও পাঞ্জাব এফসির পরেই তৃতীয় স্থানে উঠে এল গোকুলম।
  • ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন সিং সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন।