রাজ্যে সংখ্যালঘুদের জন্য পোশাক ডিজাইনিং-প্রযুক্তি কোর্সে ট্রেনিং

958
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির কলকাতা শাখায় সংখ্যালঘু যুবক-যুবতীদের (বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পার্সি, শিখ ও জৈন) পূর্ণ সময়ের পোশাক ডিজাইনিং কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

কোর্সগুলি হল: পোশাক উৎপাদন প্রযুক্তি (সিপিটি), ফ্যাশন নিটওয়্যার ও উৎপাদন প্রযুক্তি (এফকেপিটি), পোশাক ডিজাইনিং এবং ফ্যাশন প্রযুক্তি (এডিএফটি), ফ্যাশন লেদার আনুষাঙ্গিক ডিজাইন (এফএলএডি)।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ এবং উপরোক্ত কোনো সম্প্রদায়ভুক্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। পোশাক উৎপাদন পেশার সঙ্গে যুক্ত প্রার্থী হলে অগ্রাধিকার পাবেন।

আবেদনের পদ্ধতি: www.wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

http://www.wbmdfc.org/upload/noticeDoc/noticeDoc_1582087896.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।