কারেন্ট অ্যাফেয়ার্স ২২মার্চ ২০২০

438
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে ক্রমশ গুরুতর চেহারা নিচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ৷ বিশ্বের ১৬৯টি দেশে ৩,১৯,৬১৩ জন এতে আক্রান্ত হয়েছেন৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩,৬৯৭ জনের৷ ৩৫টি দেশ আংশিক বা সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছে৷ ইতালিতে একদিনে ৭৯৩ জনের মৃ্ত্যুর পর এই সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪,৮২৫৷ ইউরোপে ইতালির পরই সবথেকে খারাপ অবস্থা স্পেনের৷ সেখানে ১৭২৫ জন এবং ফ্রান্সে ৫৬২ জন এই সংক্রমণে প্রাণ হারালেন৷ ইরানে মৃতের সংখ্যা ১,৫৫৬৷ ব্রিটেনে মৃতের সংখ্যা ২৪০৷ সংক্রমণ ঠেকাতে বিশ্বে ১০০ কোটি মানুষ ঘরবন্দি রয়েছেন৷

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে এদিন ৩ জনের মৃত্যু হল৷ বিহার ও গুজরাটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল৷ মুম্বইয়ে এক বৃদ্ধের, পাটনায় এক যুবকের ও সুরাটে এক বৃদ্ধের মৃত্যু হল এই সংক্রমণে৷ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হল ৩,৯৬৬৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে এদিন “জনতাকারফিউ” পালন করলেন দেশবাসী৷ সমগ্র ভারতেই ঘরবন্দি থাকতে দেখা গেছে মানুষজনকে৷ এরই মধ্যে দেশের ৭৫টি জেলা লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হল৷ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে রেলচলাচল৷
  • মাওবাদীদের সঙ্গে ছত্তিশগড়ের সুকমা জেলায় এক সংঘর্ষে ১৭ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হল৷

 

বিবিধ

  • করোনা ভাইরাস সংক্রমণ জনিত এক ব্যতিক্রমী পরিস্থিতিতে চলতি অর্থবর্ষের মেয়াদ একমাস বাড়ানোর দাবি জানালেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা৷
  • বিমানজ্বালানি এটিএফের দাম ১২ শতাংশ কমল৷গত দেড়মাসে এই নিয়ে দেশে তৃতীয়বার দাম কমল এটিএফের৷ তবে পেট্রোল-ডিজেলের দাম কমেনি৷

 

খেলা

  • রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রাক্তন সভাপতি লরেঞ্জো সাঞ্জ করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন৷ অন্যদিকে ইতালিতে কিংবদন্তী ফুটবলার পাওলো মালাদিনি এবং তাঁর ১৮ বছর বয়সী ছেলে ড্যানিয়েল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ বেলজিয়ামের ফুটবলার মারোয়ান ফেলাইনিও সংক্রমিত হলেন৷