উত্তর ২৪ পরগনায় ২০০ মেডিক্যাল স্টাফ

1086
0
Jalpaiguri Govt Jobs 2024

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে উত্তর ২৪ পরগনায় ২০০ জন মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে৷ এই নিয়োগের মেমো নম্বর: DH&FWS/NHM/2020/421.

শূন্যপদ: ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, কোয়ালিটি অ্যাশিওরেন্স প্রোগ্রাম: ১৷

মেডিক্যাল অফিসার, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: ১৷

এফটিএমও, এনইউএইচএম প্রোগ্রাম: ১১৷

স্টাফ নার্স, এনইউএইচএম প্রোগ্রাম: ১৮১৷

ল্যাব টেকনিশিয়ান, ডব্লুবিএসএপিসিএস-পিপিটিসিটি প্রোগ্রাম: ১৷

ডেটা ম্যানেজার, ডব্লুবিএসএপিসিএস-এআরটিসি প্রোগ্রাম: ১৷

ল্যাব টেকনিশিয়ান, ডব্লুবিএসএপিসিএস-আইসিটিসি: ৪৷

যোগ্যতা, বয়স পারিশ্রমিক: ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং: স্ট্যাটিস্টিক্সে ডিগ্রি, বায়ো স্ট্যাটিস্টিক্সে স্পেশ্যালাইজেশন হলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে৷ হাসপাতাল/ স্বাস্থ্য বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক মাসে ৩০০০০ টাকা৷

এমও, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস ডিগ্রি, থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থালে ভালো৷ বয়সের ঊর্ধ্বসীমা ৬৩ বছর, পারিশ্রমিক ৪০০০০ টাকা৷

এফটিএমও এনইউএইচএম: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস ডিগ্রি সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়সের ঊর্ধ্বসীমা ৬৬ বছর, পারিশ্রমিক ৪০০০০ টাকা৷

স্টাফ নার্স, এনইউএইচএম: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ৷ বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর, পারিশ্রমিক ১৭২২০ টাকা৷

ল্যাব টেকনিশিয়ান, ডব্লুবিএসএপিঅ্যান্ডসিএস: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট সঙ্গে এক বছরের অভিজ্ঞতা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা সঙ্গে দু বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক ১৩০০০ টাকা৷

ডেটা ম্যানেজার, এআরটিসি, ডব্লুবিএসএপিঅ্যান্ডসিএস: গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা, কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক ১৩০০০ টাকা৷

ল্যাব টেকনিশিয়ান, আইসিটিসি: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট সঙ্গে এক বছরের অভিজ্ঞতা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা সঙ্গে দু বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর, পারিশ্রমিক ১৩০০০ টাকা৷

সব পদের ক্ষেত্রেই ন্যূনতম বয়সসীমা ১৮ এবং বয়স সম্পূর্ণ হতে হবে ১৬ মার্চ ২০২০ তারিখের হিসেবে৷

আবেদনের ফি: ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা৷ District Health & Family Welfare Samiti, A/C Number 424210100036711, IFSC Code- BKID000242–এর অনুকূলে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে ফি জমা দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.wbhealth.gov.in এবং www.north24parganas.gov.in ওয়েবসাইট থেকে সেই বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পাঠাতে হবে Office of the Chief Medical Officer of Health, Banamalipore, Barasat District Hospital Campus, North 24 Parganas, PIN-700124 ঠিকানায়৷ পৌঁছতে হবে আগামী ১৭ এপ্রিল বিকাল ৫টার মধ্যে৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷

 

২০০ মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল