কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ ২০২০

547
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে মহামারী কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেল৷ আক্রান্তের সংখ্যা অতিক্রম করল ৩,৪১,০০০৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানানো হল, চিনে রোগ সংক্রমণের পর প্রথম ৬৭ দিনে আক্রান্তের সংখ্যা হয়েছিল ১ লক্ষ৷ ১১ দিন পর পরের ১ লক্ষ জন এবং মাত্র ৪ দিনে আরও ১ লক্ষ জন সংক্রমিত হয়েছেন৷ জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানা গেল৷ চিনেও নতুন করে ৪৬ জন এই রোগে আক্রান্ত হলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হল ৩৭১ জনের৷ ইতালিতে মৃতের সংখ্যা ৫৪৭৬৷ তবে সেখানে নতুন করে সংক্রমণ আর হয়নি৷ ইতালিতে ২৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণে৷ ইউরোপে এর নতুন ভরকেন্দ্র হয়ে উঠল স্পেন৷ সেখানে মৃতের সংখ্যা দু হাজার ছাড়াল৷ বিশ্বে এই সংক্রমণে মৃত্যু হল ১৬,৩১২ জনের৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা হল ৯৷ এদিন হিমাচল প্রদেশে এক বৃদ্ধ, বয়স ৬৮ এই সংক্রমণে প্রাণ হারান৷ মুম্বইয়ে মৃত্যু হল ফিলিপিন্সের এক জন নাগরিকের৷ দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬৮ জন৷ তবে সুস্থ হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা ৩৮৷ দেশের ৩০টি রাজ্যই লকডাউন ঘোষণা করল৷
  • পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল৷ দমদমের বাসিন্দা ৫৫ বছরের ওই প্রৌঢ় সম্প্রতি বিলাসপুর থেকে ট্রেনে ফেরার পর সংক্রমণের শিকার হন৷ তিনি আমরি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হন৷
  • ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশে অন্তর্দেশীয় উড়ান নিষিদ্ধ করা হল এক সপ্তাহের জন্য৷ এদিন সংসদে ধ্বনি ভোটে অর্থবিল পাশ হওয়ার পর সংসদও অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল৷ শুনানি বন্ধ হল সুপ্রিম কোর্টেও৷
  • মধ্যপ্রদেশের নতুন সরকার গঠন করল বিজেপি৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিবরাজ সিং চৌহান৷ তিনি চতুর্থবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসলেন৷

 

বিবিধ

  • ভারতের শেয়ার বাজারে পুনরায় ধস নামল৷ এদিনের পতন সর্বকালীন রেকর্ড গড়ল পতনের নিরিখে৷ পতনের হার লক্ষ করে একসময় শেয়ার বাজার বন্ধ রাখতে হয় ৪৫ মিনিট৷ পরে বাজার খুললে তা আ—রও নেমে যায়৷ শেয়ার সূচক সেনসেক্স এদিন ১৩.১৫ শতাংশ বা ৩৯৩৪.৭২ অঙ্ক হ্রাস পেল৷ নেমে গেল ২৫৮৮০.৮৩ অঙ্কে৷ এদিন নিফটিও ১৩ শতাংশ কমে পৌঁছে গেছে ৭৬১০ অঙ্কে৷ একদিনে বিনিয়োগকারীদের ১৪.২২ লক্ষ কোটি টাকা হারিয়ে গেল৷ ডলারের সাপেক্ষে টাকার দামও পৌঁছে গেল রেকর্ড ৭৬ টাকা প্রতি ডলারে৷

 

খেলা

  • বিশ্বকাপ শ্যুটিং ২০২০ বাতিল হয়ে গেল করোনা ভাইরাস নিয়ে আন্তর্জাতিক মহামারীর কারণে৷ ফলে এই প্রতিযোগিতায় ভালো ফল করে অলিম্পিকে টিকিট পাওয়ার স্বপ্ন ধাক্কা খেল বাংলার অষ্টাদশী শ্যুটার মেহুলি ঘোষের৷ তবে অলিম্পিক পিছিয়ে গেলও ফের তাঁর সামনে খুলে যেতে পারে সেখানে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ৷
  • বরোদা মহিলা ক্রিকেট দলের কোচ অতুত বেদাদে-কে পদ থেকে সরিয়ে দিল বরোদা ক্রিকেট সংস্থা৷ প্রাক্তন জাতীয় ক্রিকেটার বেদাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন একাধিক মহিলা ক্রিকেটার৷
  • টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিল কানাডা৷ সময়সীমা না পিছোলে অস্ট্রেলিয়াও প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে বলে জানাল৷